অর্থনীতি ১ম পত্র ঢাকা বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. জামিল শেখ একজন ব্যবসায়ী। তিনি তার সঞ্চিত ৮০ হাজার টাকা দিয়ে রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় ১০ কাঠা আবাদি জমি। কেনেন। কিছুদিন পরে তার জমির পাশ দিয়ে বাইপাস রোড তৈরি হয়। এর কিছুদিন পরেই এই রাস্তার ধার দিয়ে গ্যাসের লাইন যায়। এসিআই কোম্পানি এখানে একটি বড় হাঁস-মুরগি ও গবাদি পশুর খাদ্য কারখানা স্থাপন করে। ফলে তার এই জমির দাম বেড়ে ৮ লাখ টাকা হয়। তিনি অর্ধেক জমি ৪ লাখ টাকায় বিক্রি করে ভেতরের দিকে তিন বিঘা আমের বাগান কেনেন। তিন বিঘা আমের বাগান থেকে তার আয় যথাক্রমে ২৪,০০০ ঢাকা, ১৮,০০০ টাকা এবং ১২,০০০ টাকা হলেও প্রত্যেক বিষায় ১২,০০০ টাকা করে ব্যয় হয় ।

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. Qd=243P \mathrm{Qd}=24-3 \mathrm{P}

এবং

Qs=6+3P \mathrm{Qs}=-6+3 \mathrm{P}

যথাক্রমে কলমের চাহিদা ও যোগান অপেক্ষক।

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. 'আসলাম অ্যান্ড সঙ্গ' রাজশাহীর একটি বিখ্যাত প্লাস্টির চেয়ার উৎপাদনকারী ফার্ম । নিচে ফার্মটির উৎপাদন চিত্র দেওয়া হলো:

উৎপাদন (হাজারে)

১০

২০

৩০

৪০

৫০

মোট স্থির ব্যয় (লক্ষ টাকায়)

৩০

৩০

৩০

৩০

৩০

৩০

মোট ব্যয় (লক্ষ টাকায়)

৩০

৩৬

৪২

৫৪

৮০

১৫০

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারটি দুধের জন্য বিখ্যাত। এলাকার অনেক পরিবার দুধ উৎপাদনের সাথে জড়িত। এই বাজারে দুধের দাম স্থির থাকলেও মাঝে মধ্যে উৎপাদন ব্যয়ে পরিবর্তন হয়। চিত্র AC এই এলাকার একটি ফার্মের প্রাথমিক গড় ব্যয় রেখা। বর্ষার পানিতে ঘাস ডুবে যাওয়ার ফলে ফার্মটির গড় ব্যয় রেখা হয় AC1AC_1

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. বাংলাদেশে খাদ্য, বাংলাদেশে খাদ্য, যন্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ যোগাযোগ ও অবকাঠামো ইত্যাদি মৌলিক চাহিদা পুরণের ক্ষেত্রে প্রত্যক্ষ যা পরোক্ষভাবে সরকারি খাত প্রধান ভূমিকা পালন করে। এসব ক্ষেত্রে NGO গুলো অত্যন্ত সীমিত ভূমিকা পালন করে। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করলেও অধিকাংশ NGO-র মূল লক্ষ্যই হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে মুনাফা করা। NGO গুলোর ঋণের সুদের হারও অনেক বেশি। সমবায় প্রতিষ্ঠানগুলো সঠিক নিয়ম-কানুন মেনে চললে, মতবিরোধ পরিহার করলে এবং ব্যক্তি স্বার্থের বদলে সমষ্টিগত স্বার্থ বিবেচনা করলে সাধারণ মানুষের অনেক উপকার করতে পারত। তবে দুর্নীতি কমিয়ে আনতে পারলে সরকারি খাতই আমাদের দেশকে অনেক এগিয়ে নিতে পারত।

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show