হিসাববিজ্ঞান ১ম পত্র বরিশাল বোর্ড ২০২২

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

২০২২ সালের ১ ফেব্রæয়ারি তারিখে মিস এশা নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৭,৮০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ :

ফেব্রু

৫ নগদে পণ্য বিμয় ২০,০০০ টাকা যার তিন-চতুর্ াংশ ব্যাংকে জমা দেওয়া হলো।

” ৭ শিউলির পাওনা ৮,০০০ টাকা ৫% বাট্টায়, ৬০% নগদে ও অবশিষ্টাংশ চেকে পরিশোধ করা হলো।

” ১০ মাহিনের নিকট হতে ২০,০০০ টাকা পাওনার ৩% বাট্টায়, ৯,৪০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল এবং চেকখানি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো।

” ১২ স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিμয় ১৫,০০০ টাকা ও ধারে ক্রয় ১২,০০০ টাকা।

” ১৫ ইমনের নিকট ৮% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো।

” ২২ জয়ের নিকট পাওনা ৪,২০০ টাকার প্রেক্ষিতে ৪,০০০ টাকার চেক পেয়ে বিজয়ের ৪,১০০ টাকা দেনা পরিশোধিত হলো।

” ২৫ রুমাকে চেকে পরিশোধ ৪,৮৫০ টাকা, বাট্টা পাওয়া গেল ১৫০ টাকা।

BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

রূপসা ট্রেডার্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ :


সমন্বয়সমূহ : (১) অব্যবহৃত সাপ্লাইজ ৭০০ টাকা; (২) বিমা খরচের ১২,০০০ টাকা পরবর্তী বছরের জন্য; (৩) অনুপার্জিত সেবা আয়ের ৩/৪ অংশ অর্জিত হয়েছে; (৪) বেতন বকেয়া আছে ২ মাসের।


BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

সাহা স্টোরস-এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :

(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-০৩-২০২২) ৩০,০০০ টাকা।

(২) আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে μেডিট করা হয়নি ৭,০০০ টাকা।

(৩) চেক কাটা হয়েছে, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ৫,০০০ টাকা।

(৪) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২,০০০ টাকা।

(৫) ব্যাংক চার্জ ১,২০০ টাকা।

(৬) জমাকৃত চেক যা অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে ৩,০০০ টাকা।

(৭) ৬,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৫,৭০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণমূল্যে লিপিবদ্ধ করা হয়েছে।

(৮) ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় বিল পরিশোধ করেছে, যা এখন পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি ১,০০০ টাকা।

(৯) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি ৩,০০০ টাকা।

BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

১ নভেম্বর, ২০২১ তারিখে প্রিয়ন্তী ট্রেডার্সের প্রদেয় হিসাব সম্পর্কিত সহকারী খতিয়ানের জেরসমূহ ছিল নিম্নরূপ :

জামান এন্ড সন্স ১২,০০০ টাকা, আবুল এন্ড সন্স ১৫,০০০ টাকা নভেম্বর মাসের নগদ প্রদান সম্পর্কিত লেনদেনগুলো নিম্নরূপ :

নভে. ১ মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনয়ন ২০,০০০ টাকা।

” ২ তিন মাসের ভাড়া অগ্রিম প্রদান ১,৫০০ টাকা।

” ৭ আবুল এন্ড সন্সের নিকট ১০,০০০ টাকা দেনা ৩% বাট্টা বাদে প্রদান করা হলো।

” ১০ কমিশন পাওয়া গেল ২০০ টাকা।

” ১৫ নগদে পণ্য ক্রয় ৬,০০০ টাকা।

” ২০ জামান এন্ড সন্সের নিকট আমাদের দেনা ৭,০০০ টাকা ২% বাট্টা বাদে পরিশোধ করা হলো।

” ২৮ মেয়াদ শেষে প্রদেয় নোটের ৩,০০০ টাকা প্রদান করা হলো।

BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

২০২১ সালের ৩১ ডিসেম্বর সুন্দরবন ট্রেডার্সের রেওয়ামিল নিম্নরূপ :

সমন্বয়সমূহ : (১) হিসাবকাল শেষে মনিহারি অব্যবহৃত আছে ৭০০ টাকা; (২) সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি ২,০০০ টাকা; (৩) বছর শেষে সেবা আয় অনুপার্জিত রয়েছে ৬,০০০ টাকা; (৪) ভাড়া অগ্রিম প্রদান ২,০০০ টাকা।

BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show