উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র কুমিল্লা বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

আলিফ ফুডস লি. আমের জুস তৈরি করে "ফ্রেশ জুস" নামে পণ্যটি বাজারে নিয়ে আসে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠান জুসের জন্য মিনি স্যাম্পল তৈরি করে বিনামূল্যে টার্গেট ক্রেতার নিকট বিতরণ করে সফল হয়। পন্যটি বাজার সম্প্রসারণ এর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

জনাব এস মাহিন ইন্ডিয়া ও থাইল্যান্ড থেকে তরুণীদের জন্য মার্ক ফ্যাশন এর টি-শার্ট ও থ্রিপিস আমদানি করেন। তার আমদানিকৃত পোশাকসমূহ গুণগতমানে ও ডিজাইনে অনন্য। এ পোশাক সমূহ তিনি ঢাকা সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। মাঝে মাঝে তিনি পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও মূল্য ছাড় দেন। এস মাহিনের শোরুম থেকে যুক্তিসঙ্গত মূল্যে মার্ক ফ্যাশন এর পোশাক ক্রয় করতে পেরে আধুনিক তরুণ তরুণীরা বেশ খুশি। এর ফলে তার শোরুমের ভিতরে ভিড় বেড়েই চলেছে।

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

"মেঘনা গ্রুপ "বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত কোম্পানি। তারা জুস এবং কোমল পানীয় সহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন বাবত প্রচুর অর্থ ব্যয় করেন। তাছাড়া পণ্যসজ্জা, মেলা ও প্রদর্শনী,নমুনা বিতরণ ও প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে পণ্য বিক্রয় বাড়ানোর চেষ্টা করেন। প্রতিযোগী প্রতিষ্ঠানের মধ্যে "আকিজ গ্রুপ অন্যতম "।তারাও বিজ্ঞাপনে বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালনা করে। তবে "আকিজ গ্রুপ" ঢালাওভাবে বিজ্ঞাপনের সব মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে না। 

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

সাব্বির ইলেকট্রনিক্স বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে এসি উৎপাদন করে। নিজস্ব গুদামে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় প্রতিষ্ঠানটি খুচরা বিক্রেতাদের গুদামে পণ্য সংরক্ষণ করেন। এজন্য খুচরা বিক্রেতা বাড়তি সুবিধা হিসেবে বাট্টা চাচ্ছে। 

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

ফারিয়া বাংলাদেশ লিমিটেড "মাই চয়েস "ব্র্যান্ডের কলম উৎপাদন করে। উক্ত কলমের উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ:

একক প্রতি পরিবর্তনশীল ব্যয় =৫ টাকা

মোট স্থায়ী ব্যয় =১,৫০,০০০ টাকা

প্রত্যাশিত মোট উৎপাদন / বিক্রয়ের পরিমাণ = ৫০,০০০ একক

মোট বিনিয়োগের পরিমাণ =৮,০০,০০০ টাকা।

বিক্রয়ের ওপর টার্গেট মুনাফা = ২৫%

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show