উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ময়মনসিংহ বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

নিশাত কসমেটিক্স নতুন একটি রং ফর্সাকারী ক্রিম বাজারে নিয়ে আসে। পন্যের ব্যাপক প্রচারের জন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে বিভিন্ন চ্যানেলে নৈব্যক্তিক উপস্থাপনার পাশাপাশি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্যকে তাদের নিকট পণের গুণাগুণ তুলে ধরেন। এতদসত্বেও বিক্রি সন্তোষজনক না হওয়ায় কর্তৃপক্ষ নগদ ১০% ছাড়, একটি ফ্রি ও ১০০০ টাকার পণ্য কিনলে একটি আকর্ষণীয় মগ ফ্রি প্রদান করেন। এতে খুব অল্প সময়ের মধ্যে বিক্রি আশাতীত বেড়ে যান।

MB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

মি. জাবেদ একজন ঘড়ি প্রস্তুতকারক। তিনি "সান টাইমার" নামে একটি নতুন ঘড়ি বাজারে নিয়ে আসেন।অনেক চড়াই উতরাই পেরিয়ে এটি এখন বাজারে সর্বোচ্চ বিক্রিত ঘড়ি। এতে মি. জাবেদ ও সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছেন। ইদানিং বেশ কয়েকটি প্রতিষ্ঠান নতুন ঘড়ি নিয়ে বাজারে প্রবেশ করায় তিনি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পর ঘড়ি বিক্রি আশানুরূপ না হওয়ায় মি. জাবেদ ঘড়িটির উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেন।

MB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

ফ্রেশ গ্রুপ "ক্লিন অল" নামে একটা শ্যাম্পু বাজারে ছেড়েছেন। পণ্যটি ভালো মানের পাশাপাশি ক্রেতা আকর্ষণীয় আবরণ আছে। ফলের তাকে তাদের সহজে পণ্য কিনতে আগ্রহী করে। এতে ক্লিন অল শ্যাম্পুর চাহিদা বেড়ে যায়। ফলে বর্তমান প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

MB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

জনাব ফাহিম শ্রীমঙ্গলে কমলা বাগান লিজ নেন। স্থানীয় ফড়িয়ারা তাকে সাহায্য করে। উন্নত সংরক্ষণ সুবিধা না থাকায় তিনি ছোট বড় মিলে গড়দামে বিভিন্ন ব্যবসায়ীর নিকট কমলা বিক্রয় করেন। ব্যবসায়ীরা ছোট, মাঝারি এবং বড় তিন ভাগে ভাগ করে কমলা বিক্রয় করেন। এতে ছোট ব্যবসায়ীরা লাভবান হলেও জনাব সেলিম তেমন মুনাফা পান না।

MB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

"নিলয় হাউসিং লি" ঢাকার অদূরে শীতলক্ষা নদীর তীরে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। কোম্পানি গ্রাহকদের আকর্ষণ করতে দক্ষ বিক্রয় কর্মী নিয়োগ দেন। এছাড়া পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। প্রকল্পটির মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়।

MB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show