পদার্থবিজ্ঞান ১ম পত্র কুমিল্লা বোর্ড ২০২৩

প্রশ্ন ·সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট

1.

একটি কণার উপর F=(2ı^+3ȷ^2k^)N\vec{F}=(2 \hat{\imath}+3 \hat{\jmath}-2 \hat{k}) \mathrm{N} বল প্রয়োগ করায় P (2, 1, – 3) বিন্দু হতে Q (3,– 2, 1) বিন্দুতে স্থানান্তরিত হয়। অপর একটি বল F=(ı^ȷ^+k^)NF\vec{F}=(-\hat{\imath}-\hat{\jmath}+\hat{k}) \mathrm{N} \vec{F}  এর সাথে প্রযুক্ত হয়ে কণাটিকে P বিন্দু হতে R (–2; 1, 3) বিন্দুতে স্থানান্তরিত করে। 

CB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. একটি স্থিতিস্থাপক বস্তুর পীড়ন বনাম বিকৃতি এর লেখচিত্র নিচে দেখানো হলো।

CB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

500 kg ভরের একটি গাড়ি 3900 J গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। হঠাৎ গাড়িটি 120 m ব্যাসার্ধের একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না। রাস্তা ও গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.2।

CB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

A=3ı^+2ȷ^+k^,B=ı^+2ȷ^+3k^\vec{A}=3 \hat{\imath}+2 \hat{\jmath}+\hat{k}, \vec{B}=\hat{\imath}+2 \hat{\jmath}+3 \hat{k} এবং C=ı^+2ȷ^+2k^\vec{C}=\hat{\imath}+2 \hat{\jmath}+2 \hat{k} ভেক্টরত্রয় মিলে একটি ত্রিমাত্রিক ক্ষেত্র গঠন করে। 

CB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো। ধরা যাক চাঁদের কেন্দ্র হতে 2 × 106 m উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে। চাঁদের পরিধি 10.048 × 106 m এবং ঘনত্ব = 1742.3 kg m–3

CB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show