Statistics 1st Paper রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024

প্রশ্ন ·সময় ৩ ঘণ্টা ২০ মিনিট

1. কোনো একটি কারখানার 60 জন শ্রমিকের দৈনিক মজুরি গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করা হলো।

মজুরী (টাকা) 100 100-110 110-120 120-130 130-140 140-150 150-160 160-170
শ্রমিক সংখ্যা 2 4 9 10 12 12 8 3
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. রাজউক কলেজের কোন একটি সেকশনের ১ম 5 দিনের অনুপস্থিতির তালিকা নিম্নে দেওয়া হলো :

2 4 6 8 10
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. কোনো শ্রেণি পরীক্ষায় পাঁচজন ছাত্রের নম্বর 16, 10, 18, 15, 50 পাওয়া গেল। একজন শিক্ষক বললেন যে, প্রদত্ত তথ্যের গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিলো যে, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করবে। এলক্ষ্যে সে BBS এবং BANBAEIS থেকেও তথ্য সংগ্রহ করেছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

দ্বাদশ শ্রেণির 5 জন ছাত্র-ছাত্রীর গত মিডটার্ম পরীক্ষায় পরিসংখ্যানে প্রাপ্ত নম্বর যথাক্রমে 8, 9, 10, 12, 14। একজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে চলক x ধরে বলল, i=15(xi+5)2\sum_{i=1}^5\left(x_i+5\right)^2 এবং i=15(xi2+25)\sum_{i=1}^5\left(x_i^2+25\right) রাশিদ্বয় পরস্পর সমান। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show