Home Science 1st paper - CQ

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা

1. মিনা আড়ং ডেইরিতে চাকরি করেন। তিনি প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট অংশ ব্যাংকে জমা রাখেন। আড়ং ডেইরির মহাপরিচালক কর্মী নিয়োগ ও কর্মীদের সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি নিয়ন্ত্রণ করেন। তিনি কর্মচারীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে রাখেন যেন কর্মীরা জরুরি প্রয়োজনে এখান থেকে ঋণ গ্রহণ করতে পারে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. উদ্দীপক-১: আফিয়া মফস্সল এলাকায় থাকে।স্বামীর চাকরিসূত্রে তাকে এখানে থাকতে হচ্ছে। ঘরের বাজার কিংবা যেকোনো প্রয়োজনীয় কাজ করতে তাকে বাসা থেকে সদরে যেতে হয়। বাসা থেকে সদর অনেক দূরে হওয়ায় আসা-যাওয়ায় তার অনেক সমস্যা হয়।

উদ্দীপক-২: আমেনা সারা বছরই ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তবে তার কাজ সবচেয়ে বেশি বাড়ে ধান কাটার মৌসুমে। তার স্বামী ক্ষেতে কাজ করে আর সে বাড়িতে ধান মাড়াই করা, শুকানো এসব কাজ নিয়ে আমেনাকে উক্ত মৌসুমে যারপরনাই খাটুনি করতে হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. সহপাঠী রুবেল ও পলাশ প্রায় পাঁচ বছর আগে এমএ পাস করেছে। মায়ের একমাত্র সন্তান রুবেল অনেক চেষ্টা করলেও এখনো তার চাকরি অনিশ্চিত। পলাশ চার বছর ধরে পুলিশ বিভাগে চাকরি করছে। কাজ ও প্রশিক্ষণ একই সাথে চলার কারণে তাকে অনেক পরিশ্রম করতে হয়। পলাশের কর্মস্থল দূরে হওয়ায় বাসায় ফিরতে তার রাত হয়। বাড়ি ফিরে তারা দুজনেই ক্লান্তি অনুভব করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. মাসুদ সাহেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। অবসর সময়কে যথাযথভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে তিনি তার বাড়ির ছাদেই গড়ে তুলেছেন সবজির বাগান। লাউ, পুঁই, টমেটো ইত্যাদি নানা ধরনের সবজি রয়েছে তার সবজি বাগানে। তিনি সেগুলোর পরিপূর্ণ যত্ন ও পরিচর্যাও করেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. গ্রামে নতুন ঘর তুলছেন ইলিয়াস সাহেব। কর্মক্ষেত্র ছেড়ে গ্রামে থেকে কাজ দেখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি সপ্তাহে একবার করে গিয়ে কাজের সার্বিক অবস্থা দেখেন। কিন্তু তার মনমতো কাজ হচ্ছে না। এদিকে তার সময় ও অর্থেরও অপচয় হচ্ছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show