পদার্থবিজ্ঞান ১ম পত্র যশোর বোর্ড ২০২২

প্রশ্ন ·সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট

1. পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা 10m, ব্যাস 2m। কুয়াটিকে পানিশূন্য করার জন্য 2 HP ক্ষমতার একটি পাম্প চালু করা হলো। অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটি নষ্ট হলে 3 HP ক্ষমতার অপর একটি পাম্প চালু করে কুয়াটিকে পানিশূন্য করা হলো।

DB 22, JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. কোনো একদিন ঢাকার তাপমাত্রা 35°C এবং আপেক্ষিক আর্দ্রতা 50% । একই দিনে রাজশাহীতে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ 25°C এবং সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ 19°C. [25°C তাপমাত্রায় G এর মান 1.65 । 15°C, 16°C ও 25°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে 12.77 mm, 13.71 mm, 23.7 mm পারদ]

JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. 6 m দৈর্ঘ্যের এবং 0.6 mm ব্যাসার্ধের একটি ইস্পাতের এবং অপর একটি সীসার তারের শেষ প্রান্তে 25 kg ভর ঝুলিয়ে দিলে তারের দৈর্ঘ্য প্রসারণ যথাক্রমে 0.026 m এবং 0.325 m পাওয়া গেল। ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক 2×1011Nm22 × 10^{11} Nm^ {- 2} |

JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. 200gm 200 \mathrm{gm} নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল।

সমুদ্র পৃষ্ঠের চাপ 105Nm2 10^{5} \mathrm{Nm}^{-2} এবং তাপমাত্রা 30C 30^{\circ} \mathrm{C} । সমুদ্রের তলদেশের তাপমাত্রা 15C 15^{\circ} \mathrm{C}

পানির ঘনত্ব 1000kgm3, g=9.8 ms2 1000 \mathrm{kgm}^{-3}, \mathrm{~g}=9.8 \mathrm{~ms}^{-2} , R=8.314Jmol1 K1 \mathrm{R}=8.314 \mathrm{Jmol}^{-1} \mathrm{~K}^{-1}

JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হতে 3.6×104 km 3.6 \times 10^{4} \mathrm{~km} উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো।

যেখানে অভিকর্ষজ ত্বরণ g=9.8 ms2 \mathrm{g}=9.8 \mathrm{~ms}^{-2} । পৃথিবীর ব্যাসার্ধ এবং মহাকর্ষীয় ধ্রুবক যথাক্রমে 6.4×106 m 6.4 \times 10^{6} \mathrm{~m} এবং 6.7×1011Nm2 kg2 6.7 \times 10^{-11} \mathrm{Nm}^{2} \mathrm{~kg}^{-2}

JB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show