উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র সিলেট বোর্ড ২০১৭

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. 'সুজান লিঃ' ২০১২ সাল থেকে তাদের উৎপাদিত বিটা-১ মোবাইল সেট বিপণন করে আসছে। শুরু থেকেই উন্নতমানের মোবাইল সেটের প্রচারের জন্য তারা দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বিশেষ ম্যাগাজিনের ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করে আসছে। সম্প্রতি নতুন নতুন প্রতিযোগীর আবির্ভাব হওয়ায় প্রতিষ্ঠানটি মোবাইল ফোন সেটের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে ম্যাসব্যাপী মোবাইল ফোন সেট ভেদে ১৫-৩৫% মূল্য ছাড় দেয়। এর ফলে ঐ প্রতিষ্ঠানের সেট কিনতে গ্রাহকদের আগ্রহ বেড়ে যায়। এ কারণে প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জনে সক্ষম হয়।

সিলেট বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. জনাব আদিত্য 'জননী' নামক ওষুধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি। তিনি নিয়মিতভাবে বিভিন্ন চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করেন এবং কোম্পানির ওষুধগুলো সম্পর্কে তাদের জানান। এক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক প্রশিক্ষিত হওয়ায় তিনি সহজেই বিক্রির লক্ষ্য অর্জন করতে সক্ষম হন। বিগত বছরে কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ বিক্রি করতে সক্ষম হওয়ার কারণে তিনি 'বেস্ট-রিপ্রেজেন্টিটিভ'-এর পুরষ্কার লাভ করেন। একই সাথে ইনসেনটিভ বোনাসও পান।

সিলেট বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. জনাব আলম পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ফড়িয়াদের মাধ্যমে আনারস সংগ্রহ করে ঢাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তিনি কাঁচা-পাকা ও ছোট- বড় আনারস বাছাই না করে প্রতিশত ১৫০০ টাকা দরে আনারস বিক্রি করেন। যদিও ভাল মানের আনারস প্রতিশত ২৫০০ টাকা দরে বিক্রি করা সম্ভব ছিল। আনারসের উপযুক্ত মূল্য না পেয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

সিলেট বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. 'সবুজ বাংলা লি.' উন্নত মানের বেলুন উৎপাদন করে। উত্ত বেলুনের এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৫ টাকা, মোট স্থায়ী ব্যয় ১,৫০,০০০ টাকা, মোট প্রত্যাশিত উৎপাদন/বিক্রির পরিমাণ ২৫,০০০ একক, মোট বিনিয়োগের পরিমাণ ৫,০০,০০০ টাকা এবং বিক্রির ওপর মুনাফার হার ১০%।

সিলেট বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. 'নাহার ট্রেডিং', 'সান ফুডস'-এর স্থানীয় পরিবেশক। তারা 'সান ফুডস'-এর বিভিন্ন পণ্যের ছবি সংবলিত স্টিকার লাগানো ছোট কাভার্ড ভ্যানে করে বিস্কুট, চিপস, চানাচুরসহ বিভিন্ন পণ্য ছোট দোকানে নিয়ে বিক্রি করে। 'নাহার ট্রেডিং' আর কারও পণ্য বিক্রি না করায় তাদের এক্ষেত্রে শতভাগ আন্তরিকতা লক্ষ করা যায়। তাদের পণ্য বিক্রি টার্গেট পূরণ করতে পারলে বিভিন্ন সময়ে বিশেষ কমিশন, পুরস্কারসহ নানান ধরনের সুবিধা 'সান ফুডস' থেকে পেয়ে থাকে।

সিলেট বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show