Islamic History 1st paper আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024 MCQ

প্রশ্ন ৩০·সময় ১২ ঘণ্টা ৩০ মিনিট

1. হযরত আবু বকর (রা) কার নেতৃত্বে কুরআন সংকলন. কমিটি গঠন করেন? 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. হারুনের সময়কালকে আব্বাসি যুগের শ্রেষ্ঠ সময় বলার কারণ— 


i. শ্রেষ্ঠ শাসন পরিচালনা 


ii. উন্নয়নমুখী চিন্তাধারা 


iii. প্রজা কল্যাণ সাধন 

নিচের কোনটি সঠিক? 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. হুদায়বিয়ার সন্ধিকে 'ফাতহুম মুবিন' বলার কারণ- 


i. মুহাম্মদ (স)-এর রাজনৈতিক প্রজ্ঞা 


ii. দশ বছর যুদ্ধ বিরতি 


iii. কুরাইশদের সদিচ্ছা প্রকাশ 

নিচের কোনটি সঠিক? 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও: 

আবু তাদের সৌদি আরবে গিয়ে জানতে পারল যে, সেখানকার আইন অনেকটাই প্রতিশোধমূলক। এ আইনের বৈশিষ্ট্য হলো চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জীবনের বদলে জীবন। 

১৯. সৌদি আরবের রাষ্ট্রীয় আইনের প্রকৃতির সাথে কোন সভ্যতার আইনের মিল রয়েছে? 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. রিদ্দা যুদ্ধ পরিচালিত হয়েছিল- 


i. স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে 


ii. ভণ্ডনবিদের বিরুদ্ধে 


iii. নওমুসলিমর বিরুদ্ধে 

নিচের কোনটি সঠিক? 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show