ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র ঢাকা বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা

1. পাপিয়া বেগম একজন প্রভাষক। তার দ্বিতল বিশিষ্ট বাড়ির আসবাবপত্রের মূল্য ৫ লক্ষ টাকা। তিনি বাড়ির আসবাবপত্রের জন্য একটি বিমা পলিসি গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিমা কোম্পানি তার বিমা দাবি পরিশোধ করে। বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত আসবাবপত্র দাবি করলে পাপিয়া বেগম উত্ত দাবি মানতে অস্বীকৃতি জানায়।

ঢাকা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ ০১-০৯-১৮ তারিখে যাত্রা শুরু করার কথা। জাহাজটি যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রাক্কালে পণ্য বোঝাই জাহাজের জন্য ধাক্কাজনিত বিপদের জন্য বিমাচুক্তি করে। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ আদায় হলেও তানিন শিপিং লি. মাশুল আদায় করতে ব্যর্থ হয়।

ঢাকা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

যমুনা লি. একটি বাণিজ্যিক ব্যাংক, যেটা দেশের মুরুব্বি ব্যাংকের নিয়মনীতি মেনে কার্য পরিচালনা করে। মধুমতি লি. আর একটি বাণিজ্যিক ব্যাংক, যেটা নিজের নিয়ম দ্বারা পরিচালিত হয়। আবার ‘B ব্যাংক’ একটি ব্যাংক যেটা সরকারের পক্ষে আর্থিক ও ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে, মুদ্রানীতি বাস্তবায়ন করে এবং বিভিনড়বভাবে অন্যান্য ব্যাংককে সহযোগিতা করে।

ক. ব্যাংক হার কী?

ঢাকা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

জামাল সাহেবের একমাত্র সন্তান সুমি। সুমি বিবাহিতা। জামাল সাহেব তার বিবাহিতা কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে সুমির নামে একটা জীবন বিমা পলিসি খুলতে চাইলে বিমা কোম্পানি অস্বীকৃতি জানায়। অন্যদিকে সুমির স্বামী আফজাল সুমির নামে একটি জীবন বিমা পলিসি খোলেন। তবে পলিসি খোলার সময়

ঢাকা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. জনাব শিহাব একজন পাটের ব্যবসায়ী। তিনি তার গুদামে সংরক্ষিত ১,০০,০০০ টাকা মূল্যের পাটের জন্য ৭০,০০০ টাকা মূল্যের একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে ৬০,০০০ টাকার পাট পুড়ে যায়। কিন্তু বিমা কোম্পানি তাকে ৭০,০০০ টাকার ক্ষতিপূরক প্রদান করে। আবার আবুল কাশেম সাহেব তার অফিসের আসবাবপত্রের জন্য ১,০০,০০০ টাকার একটি অগ্নিবিমা পলিসি গ্রহণ করেন। যার প্রকৃত মূল্য ছিল ১,৫০,০০০ টাকা। অগ্নিকাণ্ডে ৬০,০০০ টাকার ক্ষতি হয় কিন্তু ক্ষতিপূরণ বাবদ ৪০,০০০ টাকা আদায় হয়।

ঢাকা বোর্ড-২০১৯
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show