হিসাববিজ্ঞান ১ম পত্র কুমিল্লা বোর্ড -২০১৭

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. জনাব হালিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা মোতাবেক হিসাব বই সংরক্ষণ করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি ও ৩১ ডিসেম্বর তার আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:

হিসাবের নাম

১ জানুয়ারি, ২০১৬

টাকা

৩১ ডিসেম্বর, ২০১৬

টাকা

নগদ তহবিল

ব্যাংকে জমা

প্রাপ্য হিসাব

প্রদেয় হিসাব

মজুদ পণ্য

যন্ত্রপাতি

প্রাপ্য মোট

প্রদেয় নোট

২০,০০০

(কে.) ৮,০০০

২৮,০০০

৭,০০০

২৫,০০০

৪০,০০০

১০,০০০

১৬,০০০

১৫,০০০

১৬,০০০

৫,০০০

৩৬,০০০

৬০,০০০

৪,০০০

২০১৬ সালে জনাব জালিম নগদ ৬,০০০ টাকা ও ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ০১-০৭-২০১৬ তারিখে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২০,০০০ টাকা ব্যয়ে নতুন যন্ত্রপাতি কিনেন। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।

CB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. মেসার্স ইমন ট্রেডার্স-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিলটি নিম্নরূপ:

মেসার্স ইমন ট্রেডার্স

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৬

হিসাবের নাম

ডেবিট টাকা

ক্রেডিট টাকা

নগদ

প্রাপ্য হিসাব

মজুদ পণ্য (০১-০১-২০১৬)

আসবাবপত্র

১২% ঋণ (০১-০৭-২০১৫)

প্রদেয় হিসাব

মূলধন

উত্তোলন

বিক্রয়

ক্রয়

বেতন (দশ মাস)

সাপ্লাইস খরচ

বিজ্ঞাপন খরচ

অনাদায়ী পাওনা

অনাদায়ী পাওনা সঞ্চিতি

৮০,০০০

১০০,০০০

২০,০০০

২৮০,০০০

২০,০০০

৫০,০০০

২৫,০০০

৪৯,০০০

৩১,০০০

২৪৫,০০০

১০০,০০০

১১০,০০০

২০০,০০০

৪৮৬,০০০

৪,০০০

৯০০,০০০

৯০০,০০০

সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে ২৫০০০ টাকা যার মধ্যে ৫,০০০ টাকার বিক্রীত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা এখনো তাকে সরবরাহ করা হয়নি। ২. প্রচারের জন্য ৭,০০০ টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে। মোট বিজ্ঞাপন খরচের এক-তৃতীয়শ বিলম্বিত করতে হবে। ৩. প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা

রাখতে হবে।

CB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. ২০১৭ সালের ৩১ মার্চ তারিখে সমাপ্ত সুপ্তা চৌধুরীর ১ম ত্রৈমাসিক রেওয়ামিলটি নিম্নরূপ:

সুপ্তা চৌধুরী

রেওয়ামিল

৩১ মার্চ, ২০১৭

হিসাবের নাম

ডেবিট টাকা

ক্রাডিট টাকা

প্রাপ্য হিসাব

চলতি দায়

মজুদ পণ্য (৩১-০৩-২০১৭)

আসবাবপত্র

১০% বন্ধকী ঋণ

মজুরি ও বেতন

অফিস খরচ

অগ্রিম বিমা

বিক্রীত পণ্যের ব্যয়

বিক্রয়

মূলধন

৮০,০০০

৭৫,০০০

১,২০,০০০

২৫,০০০

১২,০০০

২৪,০০০

২,১৪,০০০

২০,০০০

৫০,০০০

৩,৫০,০০০

১৩০,০০০

৫,৫০,০০০

৫,৫০,০০০

সমন্বয়সমূহ: ১. বিমা খরচ মাসিক ২,০০০ টাকা। ২. আসবাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে ৩. অগ্রিম মজুরি ও বেতন ৫,০০০ টাকা। ৪. বন্ধকী ঋণের ওপর সুদ প্রদেয় রয়েছে

CB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. জনাব সাজিদ ২,০০,০০০ টাকা নগদ, ২০,০০০ টাকার যন্ত্রপাতি ও ৪০,০০০ টাকার বই নিয়ে ১ জানুয়ারি, ২০১৬ তারিখে আইন ব্যবসা শুরু

করেন। জানুয়ারি মাসে তাঁর লেনদেনগুলো নিম্নরূপ:

জানুয়ারি ২ দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ২,০০০ টাকা।

,, ৫ মক্কেলকে আইন সেবা প্রদান নগদে ২৫,০০০ ও ধারে ২০,০০০ টাকা।

,, ১০ চেম্বারের ভাড়া প্রদান ১০,০০০ টাকা

,, ১৫ চেম্বারের জন্য ধারে সাপ্লাইস ক্রয় ৫,০০০ টাকা।

,, ১৮ জানুয়ারি ৫ তারিখে প্রদত্ত সেবার বিপরীতে ৪০% নগদ আদায় ও বাটা মঞ্জুর ২%।

,, ৩১ উপযোগ বিল পরিশোধ ২,০০০ টাকা।

CB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের মেসার্স তাহের ব্রাদার্সের উদ্বর্তপত্রে প্রাপ্য হিসাবের পরিমাণ ২,০০,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল ১২,০০০

টাকা। ২০১৬ সালে প্রাপ্য হিসাব সম্পর্কিত নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়:

১. ধারে বিক্রয় ৫,০০,০০০ টাকা।

২. প্রাপ্য হিসাব আদায় হলো ২,৫০,০০০ টাকা।

৩. অনাদায়ী পাওনা অবলোপন করা হলো ৮,০০০ টাকা।

৪. ইতোপূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো ৫,০০০ টাকা।

CB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show