হিসাববিজ্ঞান ১ম পত্র রাজশাহী বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

মুন এন্টারপ্রাইজ অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ ২,০০০ টাকা। ২০২২ সালের মে মাসের খুচরা খরচের পরিমাণ ১,৫০০ টাকা। জুন মাসে উক্ত প্রতিষ্ঠানের চরা লেনদেনগুলো নিম্নরূপ :

জুন ১ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি।

২. কাগজ ও কলম ক্রয় ৩০০ টাকা।

৫. ডাকটিকিট ক্রয় ১৪০ টাকা।

৭. আপ্যায়ন খরচ ৩৫০ টাকা।

৮. টেলিফোন বাবদ বায় ২৮০ টাকা।

১৫. পরিষ্কার-পরিচ্ছন্ন বাবদ খরচ ১৫০ টাকা।

২২. বাসভাড়া বাবদ প্রদান ২০০ টাকা ।

২৮. রিকশা ভাড়া বাবদ ২৫০ টাকা।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

জনাব জামান ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে একটি সেবামূলক প্রতিষ্ঠান শুরু করেন। ৩১ ডিসেম্বর তাঁর প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ :

অন্যান্য তথ্যাবলি : (১) সেবা প্রদান ১০,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি: (2) সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ৬,০০০ টাকা; (৩) বিমা খরচ অনুত্তীর্ণ রয়েছে ৪৫,০০০ টাকা; (৪) স্থায়ী সম্পত্তির উপর ১০% অবচয় ধার্য করতে হবে।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

জনাব আকতার ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৬০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা মূল্যের পণ্যদেব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়।

জানু.

৪ ব্যাংক হিসার খোলা হলো ২০,০০০ টাকা।

৫ অফিসের জনা টেবিল ক্রয় ৭,০০০ টাকা।

৮ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা।

১৪ জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৬,০০০ টাকা।

১৬ বিজ্ঞাপন বাবদ প্রদান ২,০০০ টাকা ।

২২ বাড়িভাড়া বাবদ চেক প্রদান ৩,০০০ টাকা ।

৩০ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো ২০০ টাকা।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

২০২২ সালের ৩০ জুন তারিখে অগ্রণী ট্রেডার্সের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ৭,৬০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৭,১৭২ টাকা। অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায় : 

(১) জমাকৃত চেক আদায় হয়নি ১,২০০ টাকা ।

(২) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ৫০০ টাকা।

(৩) ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ ৬০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।

(৪) ব্যাংক চার্জসমূহ ১২৮ টাকা যা নগদানভুক্ত হয়নি।

(৫) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।

(৬) ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে ৮০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে আলম সার্ভিস সেন্টারের বেওয়ামিল নিম্নরূপঃ 

অন্যান্য তথ্যাবলি : (১) অগ্রিম বিমা ৩ বছরের জন্য প্রদত্ত হয়েছে; (২) বছর শেষে সাপ্লাইজ মজুদ আছে ১০,০০০ টাকা; (৩) অনুপার্জিত সেবা আয়ের চর্চিত হয়েছে ২৪,০০০ টাকা; (৪) বেতন অপরিশোধিত ৭,০০০ টাকা।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show