হিসাববিজ্ঞান ১ম পত্র বরিশাল বোর্ড -২০১৭

প্রশ্ন ১১·সময় ১ ঘণ্টা ৪০ মিনিট

1. ২০১৫ সালের ৩০ জুন তারিখে সাফা এন্ড কোং এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমির পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গরমিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায় :

(i) ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৭,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে ।

(ii) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি ।

(iii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি ।

(iv) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি ।

(v) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মঞ্জুরীকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি ।

বরিশাল বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. জনাব ইমরান একজন স্থপতি। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তিনি নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকার আসবাবপত্র এবং ১০,০০০ টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। উক্ত মাসে লেনদেনগুলো নিম্নরূপ :

জানুয়ারি ২ ধারে সেবা প্রদান ১৫,০০০ টাকা ।

" ৫ ধারে সাপ্লাইজ ক্রয় ৫০০ টাকা।

" ১৬ ভাড়া প্রদান ৩,০০০ টাকা ।

" ৩১ ঋণ পরিশোধ ৫,০০০ টাকা ।

বরিশাল বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. ২০১৬ সালের এপ্রিল মাসে সাকিব এন্ড সন্স এর লেনদেনগুলো নিম্নরূপ :

এপ্রিল ১ নগদ তহবিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমা (ক্রেডিট) ৬,০০০ টাকা ।

" ২ সেলিমের নিকট পণ্য ক্রয় ১০,০০০ টাকা ।

" ৫ রহিমের নিকট ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে নগদ ১৩,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান ।

" ১২ নগদে ২৫,০০০ টাকার পণ্য বিক্রয় এবং মালিক ৫,০০০ টাকা উত্তোলন করলেন ।

" ১৫ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ২,৫০০ টাকা এবং অফিস প্রয়োজনে ১,০০০ টাকা উত্তোলিত হলো।

" ২২ প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।

" ২৮ নগদে বেতন প্রদান ১,০০০ টাকা এবং চেকে ভাড়া প্রদান ৩,০০০টাকা।

" ৩০ সমাপনী নগদ উদ্বৃত্তের ১,০০০ টাকা যাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেয়া হলো।

বরিশাল বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. আবির ট্রেডার্স

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৬

সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের বাজারমূল্য ৯০,০০০ টাকা এবং ক্রয়মূল্য ৮০,০০০ টাকা। ২. অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে ৪,০০০ টাকা। ৩. ১২,০০০ টাকার একটি যন্ত্রপাতি ০১-০৭-২০১৬ তারিখে ক্রয় ও সংস্থাপন করা হয়। উক্ত মেশিনের সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। ৪. মেশিনের ওপর ১০% অবচয় ধার্য করো। ৫. প্রারম্ভিক মজুদের মধ্যে ২,০০০ টাকার এবং সমাপনী মজুদের মধ্যে ১,০০০ টাকার মনিহারি অন্তর্ভুক্ত রয়েছে। বিনামূল্যে পণ্য বিতরণ ৪,০০০ টাকা। ৬. ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ২,০০০ টাকা ।

বরিশাল বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রিফাত এন্ড কোং এর খতিয়ান

উদ্বৃত্তগুলো নিম্নরূপ :

বরিশাল বোর্ড ২০১৭
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show