Physics 2nd Paper শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024 CQ

প্রশ্ন ·সময় ৩ ঘণ্টা ২০ মিনিট

1. বায়ু মাধ্যমে 10cm2 ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পাত 0.75m দূরত্বে রেখে সমান্তরাল পাত ধারক গঠন করা হল। ধারকটি 1.8 পরাবৈদ্যুতিক ধ্রুবকের তেলের মধ্যে 25% নিমজ্জিত করা হলো যাতে সমান্তরাল পাত দুটি তেলের উপরি তলের সাথে লম্বভাবে অবস্থান করে ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. হাইড্রোজেন পরমাণুর – 0.54eV এবং  1.51eV শক্তিবিশিষ্ট শক্তিস্তর আছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. একটি কেটলিতে 20°C তাপমাত্রার 1kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হল। এর ফলে 1atm চাপে এর আয়তন 10-3m3 থেকে বেড়ে 1.617m3 হয়। পানির আপেক্ষিক তাপ 4200.Jkg-1k-1 এবং পানির বাষ্পীয়ভবনের সুপ্ত তাপ 2260K.Jkg-1

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. ইয়ং এর দ্বি চির পরীক্ষায় 0.5mm দূরত্বে থাকা দুটি চির হতে 95cm দূরত্বে পর্দা স্থাপন করে 3200Å তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো দ্বারা চিরকে আলোকিত করায় পর্দায় কেন্দ্রেীয় উজ্জল ডোরার মধ্যবিন্দু হতে ডানে বা বামে 12টি করে উজ্জ্বল ডোরা পাওয়া গেল। এরপর চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব এবং চির হতে পর্দার দূরত্ব 20% করে যথাক্রমে হ্রাস এবং বৃদ্ধি করে পর্দায় ডোরার সংখ্যা পর্যবেক্ষন করা হলো।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show