হিসাববিজ্ঞান ২য় পত্র ঢাকা বোর্ড ২০১৯

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. মাফি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ২% অবহারে ২,০০০ শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করে। কোম্পানি মোট ২,৫০০ শেয়ারের আবেদন পেল। কোম্পানি ২,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে।

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. একটি টেবিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ ৭০,০০০ টাকা। মোট বিক্রয়ের পরিমাণ ৪,৮০,০০০ টাকা এবং এককপ্রতি বিক্রয়মূল্য ১২০ টাকা। পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের ৭৫%।

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. ■ গোমতি লিমিটেড-এর রেওয়ামিল নিচে দেওয়া হলো:

সমন্বয়সমূহঃ ১. নিট মুনাফা (যদি হয়) এর ২০% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ২. ২০১৮ সালের জন্য ১০% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. তারা, ঝরা ও হিরা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান ২: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ১ জানুয়ারি, ২০১৮ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা, ৫০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। তারা মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক ৩,০০০ টাকা টাকা বেতন পাবে। উক্ত বছরে তারা, ঝরা ও হিরার উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকা ও ৩,০০০ টাকা। উপর্যুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় ৬৫,০৫০ টাকা।

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. সানজি লিমিটেড-এর ২০১৯ সালের রেওয়ামিল নিম্নরূপ:

সমন্বয়সমুখঃ ১. ধারে বিক্রয় ১,০০০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি। ২. সমাপনী মজুদ পণ্য ৫৫,০০০ টাকা। ৩. প্রাপ্য হিসাবের ১,০০০ টাকা অবলোপন করো। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৩% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো।

DB 19
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show