2. বিশেষ প্রযুক্তির মাধ্যমে ডা. জন বিনা রক্তপাতের তার রোগীর হাত থেকে একটি টিউমার অপসারণ করেন। অন্যদিকে ডা. জামিল রোগীর দেহের ভিতর একটি ছোট যন্ত্র প্রবেশ করিয়ে বাইরে থেকে পিত্তথলির পাথর অপসারণ করে।
4. চিপস সবার কাছে খুবই জনপ্রিয়। চিপস প্যাকেজিং এর ক্ষেত্রে এক ধরনের বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। নিরাপত্তা নিশ্চিতে, ফ্যাক্টরিতে প্রবেশে আঙ্গুলের ছাপ নেওয়ার ডিভাইস বসানো হয়েছে।
5. বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট খেলায় টসে জিতে বাংলাদেশ প্রথম ব্যাট করে। বাংলাদেশের ব্যাটিংয়ের পর দেখা গেল সাকিবের রান সংখ্যা a, তামিমের রান সংখ্যা b এবং সাব্বিরের রান c.সকলেই আশা করে বাংলাদেশ জিতবে।