1.
রূপা লি. প্রতিটি ৪০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত। ১২,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর ২৫,০০০ শেয়ার ২ টাকা অধিহারে ইস্যু করে। ২৬,০০০ শেয়ারের আবেদনপত্র পেল। ইস্যুকৃত শেয়ার যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো।
3.
ফজলে লি.-এর নিম্নের বর্ণিত তথ্যসমূহ মজুদ বিভাগ প্রদান করে :
২০২১
জুন ১ প্রারম্ভিক মজুদ ২০০ একক প্রতি একক ২০ টাকা দরে।
” ৬ ক্রয় ৩০০ একক প্রতি একক ১৫ টাকা দরে।
” ১২ বিক্রয় ৪০০ একক।
” ২৪ ক্রয় ৩০০ একক প্রতি একক ১০ টাকা দরে।
” ২৮ বিক্রয় ৩০০ একক।
4.
শিপিং কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা। যা প্রতিটি ২০ টাকা মূল্যে ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত শেয়ারের ৮০% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। সকল শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং বণ্টন করা হলো। অবলেখকের কমিশন বাবদ প্রতি শেয়ার ১.০০ টাকা করে প্রদান করল।