বাংলা ২য় পত্র - চট্টগ্রাম বোর্ড - ২০১৭

প্রশ্ন ১৬·সময় ৩ ঘণ্টা

1. (ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ লেখো।

অথবা,

(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যান্তর করো:

i. আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)

ii. যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। (সরল)

iii. শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না। (অস্তিবাচক)

iv. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। (নেতিবাচক)

V. চক) যদিও সে দরিদ্র, তথাপি চরিত্রবান। (যৌগিক)

vi. শীতে দারিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়বাচক)

vii. তোমাকে এই খাতায় লিখতে হবে। (অনুজ্ঞাবাচক)

viii. ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক)

Ctg.B-17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. (ক) ম-ফলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো

অথবা,

(খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:

একটি, কর্ম, নিঃশর্ত, ধন্যবাদ, মর্যাদা, যথাক্রমে, দ্রষ্টব্য, অতীত।

Ctg.B-17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. (ক) ণত্ব বিধান কী? ণত্ব বিধানের চারটি নিয়ম উদাহরণসহ লেখো।

অথবা, (

খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো।

প্রানীবিদ্বা, ঐক্যতান, ভৌগলিক, পৈত্রিক, শারিরীক, মুমুর্ষ, সম্বর্ধনা, শিরচ্ছেদ।

Ctg.B-17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. (ক) সারমর্ম লেখো:

আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে

ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে।

লক্ষ আশা অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে,

ঘুমিয়ে আছে মুখের ভাষা পাপড়ি পাতার বন্ধনে।

সকল কাঁটা ধন্য করে ফুটব মোরা ফুটব গো,

প্রভাত-রবির সোনার আলো দু'হাত দিয়ে লুটব গো।

নিত্য নবীন গৌরবে, ছড়িয়ে দিব সৌরভে,

আকাশ পানে তুলব মাথা, সকল বাঁধন টুটব গো।

অথবা,

(খ) ভাবসম্প্রসারণ করো:

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।

Ctg.B-17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show