2. বিভিন্ন গোত্র বা সম্প্রদায়ের লোক একই উদ্দেশ্যে একত্রে বসবাস করাকে বলে?
3. “ধর্মভিত্তিক এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে সকল ইসলামি আইন প্রয়োগ ও প্রতিষ্ঠা করা হয়।” উল্লিখিত সংজ্ঞাটি হলো-
5. উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
মফিজ সাহেব একজন ব্যবসায়ী ও অঢেল সম্পদের মালিক। প্রতিবছর সপরিবারে হজ ও ওমরায় গমন করেন। অথচ তার গ্রামের বাড়ির · আরমান অনাহারে দিন কাটায় ও চিকিৎসার অভাবে মৃত্যুর পথযাত্রী। মফিজ কোন দিন তার খবর নেয় না।
২২. আরমান নিচের কোন অধিকার থেকে বঞ্চিত?