কৃষিশিক্ষা ২য় পত্র-সমন্বিত বোর্ড (দিনাজপুর, সিলেট)-২০২৩

প্রশ্ন ·সময় ১৫ মিনিট

1. আবুল কালাম পাঁচ বছর পূর্বে তিনটি গরু নিয়ে ক্ষুদ্র খামার। শুরু করেন। ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়তে বাড়তে তার খামারে গরুর সংখ্যা প্রায় পাঁচশত। কিছুদিন পূর্বে তার খামারের দশটি গরুর মুখে, জিহ্বায় ও ক্ষুরে ঘা হয়। পশু খুঁড়িয়ে হাঁটে ও শক্ত কিছু খেতে পারে না। আবুল কালাম পশুসম্পদ কর্মকর্তার নিকট গেলে তিনি তাকে সঠিক পরামর্শ দেন।

Din.B, SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. নিচের চিত্রটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

Din.B, SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. রনি মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত বেকার যুবক। সে হাঁসের খামার স্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রাণিসম্পদ কর্মকর্তা তাকে মিশ্র খামার স্থাপনের পরামর্শ দেন। তিনি একটি হাঁসের জাতের কথা বললেন যা বছরে ২৫০-৩০০টির মতো ডিম দেয়। মিশ্র খামারের জন্য। তিনি গরু মোটাজাতকণেরও পরামর্শ দেন। রনি যথাযথভাবে পরামর্শ। মেনে চলায় অল্প দিনের মধ্যে স্বাবলম্বী হয়ে যায়।

Din.B, SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. নিচের চিত্রগুলো লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

Din.B, SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. রফিক একজন ধান চাষী। গত বছর সে ধানের সাথে এক বিশেষ প্রজাতির চিংড়ি চাষের সিদ্ধান্ত নেয়। সে যে জমি নির্বাচন করে তাতে ৪/৫ মাস বৃষ্টির পানি থাকে। প্রয়োজনীয় পরামর্শের জন্য সে। মৎস্য কর্মকর্তার কাছে যায়। মৎস্য কর্মকর্তার পরামর্শে ধানক্ষেতে উত্ত। প্রজাতির চিংড়ি চাষ করে সে লাভবান হয়।

Din.B, SB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show