ইতিহাস ২য় পত্র সকল বোর্ড ২০১৬

প্রশ্ন ·সময় ১৫ মিনিট

1. একক কোন কারণে বিপ্লব সংঘটিত হয় না বরং এর পেছনে থাকে বহুবিধ কারণ। আর অধিকারভোগী শ্রেণির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কোনো এক বিপ্লবের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়। পরিশেষে বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতনকে ভেঙে নতুন সমাজব্যবস্থা গঠনে তৎপর হয় ।

All.B 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. মিয়ানমারের স্বৈরশাসক থানশোয়ে ক্ষমতা দখল করে মানুষের বাকস্বাধীনতা খর্ব করেন। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার করেন। সরকারবিরোধী সকল পত্রিকা বন্ধ করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন ।

All.B 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. 'ক' ও 'খ' পরস্পর বিবদমান দুটি গ্রাম। আশপাশের গ্রামগুলো তাদের যেকোনো প্রয়োজনে বিবদমান গ্রামম্বয়ের যেকোনো একটির শরণাপন্ন হত এবং সহায়তাও পেত। কিন্তু একসময় নানাবিধ কারণে 'ক' গ্রাম ভেঙে পড়লে 'খ' গ্রাম অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয় এবং তাকে বাধাদান করার মতো আর কোনো গ্রাম অবশিষ্ট থাকে না।

All.B 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক সাহেব। তার পরিষদের সদস্যরা দুইভাগে বিভক্ত। উভয়পক্ষ নিজেদের স্বার্থ রক্ষায় তৎপর থাকে। বিচারকার্যে কোনো পক্ষ দ্বিমত পোষণ করলে সালিশ মীমাংসা হয় না। ফলে চেয়ারম্যানের ক্ষমতা সীমিত হয়ে যায়।

All.B 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. 'ক' এর পরিবার বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিল। এজন্য তিনি এবং তার অন্যান্য ভাই-বোন পুলিশের নজরবন্দিতে ছিলেন। তিনি নিজেও ছাত্রাবস্থায় আন্দোলনে জড়িয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।

All.B 16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show