1.
হাবিব ফার্নিচার কোম্পানি ২০২১ সালের ১ মার্চ উৎপাদনসংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ :
প্রারম্ভিক মজুদ ১২৫ একক প্রতি একক ১৬,০০০ টাকা
উৎপাদন ৭৫০ একক
বিক্রয় ৬৫০ একক প্রতি একক ২৮,০০০ টাকা
প্রত্যক্ষ মাল ৫,০০০ টাকা প্রতি একক
প্রত্যক্ষ শ্রম ৩,০০০ টাকা প্রতি একক
কারখানা উপরিব্যয় মজুরির ৭৫%
প্রশাসনিক উপরিব্যয় উৎপাদন ব্যয়ের ২৫% এবং বিক্রয় খরচ ৭৫,০০০ টাকা।
3.
জনি লিমিটেডের আর্থিক বিবরণী থেকে নিম্নোক্ত তথ্য প্রদত্ত হলো :
প্রারম্ভিক মজুদ ৮,০০,০০০
ক্রয় ৩২,০০,০০০
সমাপনী মজুদ ----- ?
শেয়ার মূলধন ৫০,০০,০০০
বিক্রয় (ধারে ৮০%) ৪০,০০,০০০
মোট লাভ ১০,০০,০০০
নিট লাভ ২,৫০,০০০
বিবিধ দেনাদার ৮,০০,০০০
মোট সম্পদ ২০,০০,০০০
4.
মিশু এন্ড কোং এর হিসাবকাল শেষে মজুদ পণ্য মূল্যায়ন করে ২০২১ সালে মজুদ, ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ :
জানু. ১ প্রারম্ভিক মজুদ ১০ টাকা দরে ২,০০০ একক।
মার্চ ১০ ক্রয় ১২ টাকা দরে ২,৫০০ একক।
জুন ১৫ ক্রয় ১১ টাকা দরে ১,৫০০ একক।
আগস্ট ২০ ক্রয় ১৩ টাকা দরে ৬,০০০ একক।
” ২২ বিক্রয় ৪,০০০ একক।
” ২৫ বিক্রয় ৩,০০০ একক।
” ২৮ বিক্রয় ৩,৫০০ একক।