1. আশরাফ সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি ২০১৭ সালে অবসর নেন। তিনি আগামী ১০ বছর পেনশন হিসেবে প্রতি বছর ২০,০০০ টাকা করে পাবেন। আর এককালীন হিসেবে নিলে ২,০০,০০০ টাকা পাবেন। আশরাফ সাহেব প্রত্যাশা করছেন আগামীতেও সুদের হার ১০% অপরিবর্তিত থাকবে ।
2. সালাম সাহেবের পণ্য রপ্তানিকারী একটি প্রতিষ্ঠান আছে। পণ্য উৎপাদনের জন্য তিনি একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেন। তিনি ৯০,০০ টাকা ব্যয়ে মেশিন কেনার জন্য দুটি বিকল্প বাছাই করেন। মূলধন ব্যয় ১২%। বিকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ :
3. জুতা উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান ২/১০; নিট ৬০ শর্তে পণ্য কেনা-বেচা করে থাকে। প্রতিষ্ঠানটি ব্যাংক থেকে ৫,০০,০০০ টাকা ঋণ নিয়েছে। প্রতিষ্ঠানটির মালিক এই ঋণের ক্ষেত্রে নগদ বাট্টার সুযোগ নেওয়ার চিন্তা-ভাবনা করছেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক দেনা পরিশোধের সময় ১০ দিন বাড়ান। ব্যাংক ঋণের সুদের হার ১২%। Question
4. মেঘনা কোম্পানির বর্তমান শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা। শেয়ারপ্রতি ১৫ টাকা করে প্রতিষ্ঠানটি লভ্যাংশ দেয়। প্রতিষ্ঠানের লভ্যাংশ গড়ে ৫% করে বৃদ্ধি পায়। এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় আয়ের হার ২০%।
5. লিঙ্ক কোম্পানি লি. একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্থির ব্যয় ১০,০০০ টাকা। প্রতিটি কলমের বিক্রয়মূল্য ৫০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ২৫ টাকা। অন্যদিকে, গুডলাক কোম্পানি লি.-এর স্থির ব্যয় ২০,০০০ টাকা। প্রতিটি কলমের বিক্রয়মূল্য ৬০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ৩০ টাকা।