1. (i) BHT (ii) TBHQ (iii). PG (iv) BHA (v) চর্বি/লিপিড
অক্সিএসিড কী?
পানির pH7pH7pH7 কেন হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের (i), (ii) এবং (iii) এর যৌগগুলোর গঠন বর্ণনা করো।
উদ্দীপকের (v) নং খাদ্যের পঁচন কীভাবে ঘটে এবং এটি কিভাবে (iv) দ্বারা দ্বারা রোধ করা যায়? বিক্রিয়াকৌশলসহ বিশ্লেষণ করো।
2.
এখানে, EA=−8.9×10−12erg,EC=−3.1×10−12erg \mathrm{E}_{\mathrm{A}}=-8.9 \times 10^{-12} \mathrm{erg}, \mathrm{E}_{\mathrm{C}}=-3.1 \times 10^{-12} \mathrm{erg} EA=−8.9×10−12erg,EC=−3.1×10−12erg, এবং rB= \mathrm{r}_{\mathrm{B}}= rB= 4:3A˚,rC=6.7A˚,1A˚=10−10 m 4: 3 \AA, r_{C}=6.7 \AA, 1 \AA=10^{-10} \mathrm{~m} 4:3A˚,rC=6.7A˚,1A˚=10−10 m ]
দ্রাব্যতা কী?
Na আয়ন তৈরি হলেও Na2+Na^{2+}Na2+তৈরি হয়না। ব্যাখ্যা করো।
উদ্দীপকের তথ্যের আলোকে C কক্ষপথ হতে এ কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরের ফলে বিকিরিত বর্ণালির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো।
"ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেলে, ইলেকট্রনের গতিবেগ হ্রাস পাবে।"- গাণিতিকভাবে বিশ্লেষণ করো (B এবং C এর জন্য)।
3. [এখানে, Q, R, X, Y প্রচলিত মৌলের প্রতীক নয়, n=3]
কোয়ান্টাম সংখ্যা কী?
"Cr এর ইলেকট্রন বিন্যাস হ্রন্ডের নীতি অনুসরণ করে"- ব্যাখ্যা করো।
Q এবং Y দ্বারা গঠিত যৌগের সংকরণ বর্ণনা করো।
"H₂R এবং H₂X একই সংকরণ বিশিষ্ট যৌগ হলেও এদের বন্ধন কোণ ভিন্ন"- বিশ্লেষণ করো।
4. [এখানে, B, C, M, N, O, E, F এবং-G প্রচলিত কোন মৌলের প্রতীক নয়।]
Kc \mathrm{K}_{\mathrm{c}} Kc কী?
বাফার দ্রবণ তৈরিতে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার কেন ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো।
M, N এবং O মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম বর্ণনা করো।
উদ্দীপকের E, F এবং G মৌলগুলো রঙিন আয়ন/যৌগ গঠন করলেও B ও C তা করে না।- বিশ্লেষণ করো।
5. (i) 25°C 'এবং 80°C তাপমাত্রায় একটি দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 30 এবং 55.
ইলেকট্রন আসক্তি কী?
"BeCl2 \mathrm{BeCl}_{2} BeCl2অণুর আকৃতি সরলরৈখিক"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের দ্রবের 50g এর একটি সম্পৃক্ত দ্রবণকে 80°C থেকে 25°C-এ নিয়ে আসলে কত গ্রাম দ্রবের কেলাস তৈরি হবে হিসাব করে দেখাও।
25°C তাপমাত্রায় 1 kg সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা 80°C এ উন্নীত করলে কী দ্রবণটি সম্পৃক্ত থাকবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।