ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র- রাজশাহী বোর্ড ২০২১

প্রশ্ন ৩০·সময় ৩০ মিনিট
1. মি. কাদের MRC ফুডের নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের খাদ্যের মান বজায় রাখার জন্য সকল স্তর পর্যন্ত কর্তৃত্ব, নির্দেশনা এবং যোগাযোগের সেতুবন্ধন তৈরি করেন। ফলে প্রতিষ্ঠানের কর্মীরা তাদের কাজ সহজে সম্পাদন করে। MRC তাদের সফলতা সহজে অর্জন করেন। উদ্দীপকে মি. কাদেরের ব্যবস্থাপকীয় কোন দক্ষতা ফুটে ওঠেছে ?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
2. একজন আদর্শ নেতার গুণাবলী হলো - ⅰ.উৎসাহ দানের ক্ষমতা ⅱ. আত্মকেন্দ্রিক মানসিকতা ⅲ.সাহস ও দৃঢ় মনোবল নিচের কোনটি সঠিক ?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
3. উৎপাদন ব্যবস্থাপক মি. হাসান সুপারভাইজার মি. কামালকে নিয়ন্ত্রণের কোন গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন ? ⅰ.শৃঙ্খলা বিধান ⅱ. বিচ্ছৃতি নির্ণয়ে সহযোগিতা ⅲ.পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন নিচের কোনটি সঠিক ?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
4. স্টার ব্যাংক লি. এর মানবসম্পদ বিভাগ নতুন ৫টি শাখার জন্য ৫০ জন সিনিয়র অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেয়। এ জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০০০ জন আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। মানবসম্পদ বিভাগ ২০০ জনকে মৌলিক পরীক্ষার জন্য নির্বাচিত করে। উদ্দীপকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া কোন প্রক্রিয়ার অধীন ?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
5. মি. আকাশ নীল লি. কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতি বছর কোম্পানির সকল ব্যবস্থাপককে নিয়ে আগামী বছরের পরিকল্পনা প্রণয়ন করেন। বিভিন্ন বিভাগ তাদের মতামত দেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে প্রতিষ্ঠানকে সাফল্যের সাথে পরিচালনা করতে সচেষ্ট হন। উদ্দীপকে মি. আকাশের নেতৃত্ব কোন ধরনের ?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show