1.
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে ?
HF ও HCl এর মধ্যে কোনটি তীব্র এসিড ? ব্যাখ্যা কর।
B পাত্রের অম্লীয় মূলকের শনাক্তকারী পরীক্ষা লেখ।
B পাত্রের দ্রবণ সম্পূর্ণভাবে A পাত্রে মিশ্রিত করলে কোনো অধঃপরবে কীনা? গাণিতিক ভাবে বিশ্লেষণ কর।
2.
খেজুরের রস→A ( খাদ্য সংরক্ষক )।
পোলারায়ন কাকে বলে?
সোডিয়ামের দ্বিতীয় আয়নিকরণ শক্তি বেশি কেন?
খাদ্য সংরক্ষকটির প্রস্তুতি সমীকরণ লেখ।
A যৌগটির খাদ্য সংরক্ষক, হিসেবে উপযুক্ততা বিশ্লেষণ কর।
3.
α- কণা কাকে বলে ?
3f সম্ভব নয় কেন?
Y- মৌলের 3p অরবিটালে উপস্থিত ইলেকট্রন সমূহ হুন্ডের নীতি মেনে চলে- ব্যাখ্যা কর।
X ও Y মৌলের ১ম আয়নিকরণ শক্তির মান একই হবে কিনা ? বিশ্লেষণ কর।
শ্রেণি→
পর্যায়↓
1
15
16
১ম
Q
২য়
P
৩য়
R
অরবিটাল কাকে বলে ?
বদ্ধ পাত্রে রাসায়নিক সাম্যাবস্থা সংঘটিত হয় – ব্যাখ্যা কর।
উদ্দীপকের R মৌলটি ছয়টি বন্ধন গঠন করতে পারে- ব্যাখ্যা কর।
PQ4+ ও Q2R এর বন্ধন কোণ একই হবে কিনা ? বিশ্লেষণ কর।
5. বিভিন্ন পর্যায়ের হ্যালোজেন সমূহের হাইড্রাইড বনাম তাদের তাদের স্ফুটনাঙ্কের একটি লেখচিত্র নিচে দেখানো হলো:
[ X = হ্যালোজেন ]
সবুজ রসায়ন কাকে বলে ?
Li2+ এর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য কেন?
উদ্দীপকের হাইড্রাইডগুলোর জলীয় দ্রবণে প্রোটন উৎপন্ন করার প্রবণতা ব্যাখ্যা কর।
উদ্দীপকের লেখচিত্রটির প্রকৃতি বিশ্লেষণ কর।