চট্টগ্রাম কলেজ 2023 CQ

প্রশ্ন ·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. নিলু ও মিলা দুই বান্ধবী। একদিন শপিংমলে দুই বান্ধবীর যখন দেখা হলো, তখন নিলু বলল, "মিলা তোকে এমন দেখাচ্ছে কেন?" মিলা বলল, কয়েকদিন ধরে অফিসে কাজের খুব চাপ, রাতে ভালো ঘুম হচ্ছে না। এমন সময় নিলুর ১ বছরের ছেলে সন্তানটি কান্না করে উঠলে নিলু তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, তাকে আদরে আদরে ভরিয়ে দিল।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. দৃশ্যকল্প-১: রোমানা বাজারে গেল কলা কিনতে। বাজারে ঢুকতেই চোখে পড়ল একটি দোকানে নতুন ডেকোরেশনের কাজ চলছে। সাইনবোর্ডে লেখা হচ্ছে BATA। কলার দোকান ছিল বাজারের একটু ভিতরের দিকে। সে কলা কিনে বাসায় ফিরল। কয়েকদিন পর রোমানার বাবা রোমানাকে জিজ্ঞেস করল, আশে পাশে কোথাও BATA জুতার দোকান আছে কি না? তখন রোমানা সাথে সাথেই বলতে পারল BATA দোকানটি কোথায় আছে।

দৃশ্যকল্প-২: রূপা ও রিপা দুই বোন। তাদের মধ্যে সবসময় প্রতিযোগিতা থাকে পরীক্ষায় ভালো ফলাফল করার। কিন্তু রিপা সবসময় পিছিয়ে থাকে রূপার চেয়ে। রিপার সমস্যা হলো- সে একটি পড়া শেষ হওয়ার পর সেটি আর অনুশীলন করে না এবং কোনোরকম বিরতি না দিয়ে দুটো বিষয় পর পর পড়ে। এতে সে শিক্ষণীয় বিষয় ভালোভাবে মনে রাখতে পারে না।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. দৃশ্যকল্প-১: দীনা ও দীপু দু'ভাইবোন। বিকেলে দীপু মাঠে খেলছিল আর দীনা মাঠের পাশে বেঞ্চিতে বসে খেলা দেখছিল। দীপু মাঠে হঠাৎ পায়ের ব্যথায় চিৎকার করে উঠল। দীনা দৌড়ে যেয়ে দেখল পা থেকে রক্ত পড়ছে। তারপর ভালোভাবে তাকিয়ে দেখল পায়ে কাচের টুকরা ঢুকছে।

দৃশ্যকল্প-২: 

 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show