হিসাববিজ্ঞান ২য় পত্র রাজশাহী বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

২০২২ সালের জানুয়ারি মাসে পলাশ লি. এর পণ্য ক্রয় ও ইস্যুসংক্রান্ত তথ্য নিম্নে প্রদান করা হলো:

জানু

‘’ ১ প্রারম্ভিক মজুদ ৩০০ একক, প্রতি একক ১০ টাকা দরে।

‘’ ২ ক্রয় ৩০০ একক, প্রতি একক ১১ টাকা দরে।

‘’ ৩ ইস্যু ৪০০ একক।

‘’ ৭ ইস্যু ১০০ একক।

‘’ ১০ ক্রয় ৪০০ একক, প্রতি একক ১২ টাকা দরে।

‘’ ২৫ ইস্যু ২০০ কক।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

সান, মুন ও স্টার একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা; ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৮% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মুন। ও স্টার যথাক্রমে বার্ষিক ৩৬,০০০ টাকা ও ২৪,০০০ টাকা বেতন পাবেন। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে ৮,০০০ টাকা; ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা উত্তোলন করেন। ২০২২ সালের ১ জুলাই তারিখে স্টার ১০,০০০ টাকা অতিরিত্ব মূলধন এবং মুন ১৫,০০০ টাকা ঋণ হিসাবে কারবারে সরবরাহ করেন। মুনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়গুলো সমন্বয়সাধন করার পূর্বে ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের নিট লাভ ১,২০,০০০ টাকায় উপনীত হয়। 

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. X. Y. Z. একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৯০,০০০ টাকা; ৭৫,০০০ টাকা এবং ৬৫,০০০ টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল:

X-১০,০০০ টাকা (ক্রেডিট)

Y-৪,০০০ টাকা (ডেবিট)

Z- ৬,০০০ টাকা (ক্রেডিট)

অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী মূলধনের উপর ৬% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০২২ তারিখে ২, ১০,০০০ টাকা ব্যবসায়ে ঋণ প্রদান করেন। কারবারে সার্বক্ষণিক কাজের জন্য । প্রতিমাসে ২৫০ টাকা করে বেতন পাবেন। ডিসেম্বর ২০২২ তারিখে কারবারের নিট আয় ছিল ২৭,৬২০ টাকা।

RB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show