1.
মোলারিটি কাকে বলে?
রেসিমিক মিশ্রণ আলোক নিস্ক্রিয়- ব্যাখ্যা করো।
লেখচিত্রের সাহায্যে উদ্দীপকের বিক্রিয়াটির উপযুক্ত নির্দেশক নির্বাচন করো।
উদ্দীপকের বিক্রিয়া মিশ্রণে 0.25 g CaCO3_33 যোগ করলে মিশ্রণের প্রকৃতি কী হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
2.
ব্যাপনের সংজ্ঞা দাও।
HSO4_44 আয়ন উভধর্মীয়- ব্যাখ্যা করো।
একই সময়ে স্টপকর্ক খুলে দিলে গ্যাসদ্বয় কত দূরত্বে মিলিত হবে?
মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
3.
গ্লাইকোসাইড বন্ধন কাকে বলে?
ইথাইল অ্যামিন অ্যামেনিয়া অপেক্ষা অধিক ক্ষারকীয়- ব্যাখ্যা করো।
T- যৌগ ক্ষারীয় হলেও S-যৌগ অম্লীয় কেন? ব্যাখ্যা করো।
নাইট্রেশন বিক্রিয়ায় S-যৌগ অর্থো ও প্যারা উৎপাদ উৎপন্ন করলেও T-শুধু মেটা যৌগ উৎপন্ন করে- বিশ্লেষণ করো।
4.
চামড়া ট্যানিং কাকে বলে?
পরমাণু ও ন্যানো কণার মধ্যে পার্থক্য লেখো।
K' শিল্প উৎপাদনের মূলনীতি সমীকরণসহ বর্ণনা করো।
উদ্দীপকের বর্ণিত দূষণ প্রতিরোধে করণীয় কী? বিশ্লেষণ করো।
5.
M′ \mathrm{M}^{\prime} M′ এর পারমাণবিক ভর =58.7 =58.7 =58.7
25∘C 25^{\circ} \mathrm{C} 25∘C তাপমাত্রায়
M2+/M=−0.77 VM′/M2+=+0.23 VM−2+/M′′=+0.34 V \begin{array}{l} \mathrm{M}^{2+} / \mathrm{M}=-0.77 \mathrm{~V} \\ \mathrm{M}^{\prime} / \mathrm{M}^{2+}=+0.23 \mathrm{~V} \\ \mathrm{M}^{-2+} / \mathrm{M}^{\prime \prime}=+0.34 \mathrm{~V} \end{array} M2+/M=−0.77 VM′/M2+=+0.23 VM−2+/M′′=+0.34 V
কোষের e.m.f এর সংজ্ঞা দাও।
লেড স্টোরেজ ব্যাটারি অপেক্ষা লিথিয়াম আয়ন ব্যাটারি বেশি সুবিধাজনক কেন?
উদ্দীপক অনুসারে 'ক' পাত্রের দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো।
কোষদ্বয় দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।