বাংলা ২য় পত্র-হলি ক্রস কলেজ-২০২৩

প্রশ্ন ১৬·সময় ৩ ঘণ্টা

1. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা।

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. (ক) “উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।" উক্তিটি ব্যাখ্যা কর।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

মহাত্মা, বিদ্যাধন, প্রবচন, সত্যভ্রষ্ট, প্রভাকর, অনুরণন, তাসেরঘর, সৈন্যসামন্ত।

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. (ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।

অথবা,

(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. (ক) চা বাগান দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ।

অথবা,

(খ) তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে-প্রতিষ্ঠান প্রধানের কাছে একটি প্রতিবেদন পেশ কর।

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. (ক) ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? সংজ্ঞা ও উদাহরণসহ লেখো।

অথবা,

(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:

সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি

বলো নাকো কথা ওই যুবকের সাথে। কী কথা তাহার সাথে তার সাথে?

আকাশের আড়ালে। আকাশ।

মৃত্তিকার মতো তুমি আজ।

হলি ক্রস কলেজ-২০২৩
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show