হিসাববিজ্ঞান ১ম পত্র ময়মনসিংহ বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা

1.

. সজিব টেলিকম সার্ভিস-এর ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ:সজিব টেলিকম সার্ভিস

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০২২ একক।

সমন্বয় সমূহ: (১) অব্যবহূত সাপ্লাইজের পরিমাণ ৩,০০০ টাকা; (২) অনুপার্জিত সেবা আয়ের %% অংশ অর্জিত হয়েছে; (৩) ধারে সেবা প্রদান ১০০০ টাকা এখনও লিপিবদ্ধ করা হয়নি; (৪) টেলিকম সরঞ্জামের উপর ১০% অবচয় ধার্য কর।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

নিম্নোক্ত লেনদেনসমূহ আমিন ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া'হয়েছে:

২০২২

জুলাই ১ প্রারম্ভিক নগদ তহবিল ২৬,৫০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২২,৫০০ টাকা।

‘’ ৩ নগদে পণ্য বিক্রয় ৭,৫০০ টাকা এবং দাগকাটা চেকে ৫,০০০ টাকা।.

‘’ ৮ জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৩,০০০ টাকা।

‘’ ১০ ক্রয় ১২,০০০ টাকা (যাহার ৬০% নগদে এবং ৪০% চেকে)।

‘’ ১৫ অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন ৭,৫০০ টাকা।

‘’ ২০ আয়কর পরিশোধ করা হলো ৪,৫০০ টাকা।

‘’ ৩০. নগদে বেতন প্রদান ৬,০০০ টাকা এবং চেক মারফত ভাড়া প্রদান ৩,০০০ টাকা।

‘’ ৩১ নগদ উদ্বৃত্তের ১,০০০ টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেও় ধার্য করা হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

সুমি ট্রেডার্সের হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো রেওয়ামিল তৈরি করার পর ধরা পড়ে :

(i) আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে।

(ii) জীবন বিমা প্রিমিয়াম ৩,০০০ টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে।

(iii) বিক্রয় হিসাবের যোগফল ২,৫০০ টাকা কম দেখানো হয়েছে।

(iv) পুরাতন আসবাবপত্র বিক্রয় ৬,৫০০ টাকা; আসবাবপত্র হিসাবে ৫,৬০০ টাকা লেখা হয়েছে।

(v) যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ৪,৫০০ টাকা মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে।

(vi) পাওনাদারকে প্রদান ৩,৫০০ টাকা হিসাবের বহিতে লেখা হয়নি।

(vii) ক্রয় বহির যোগফল ১,৫০০ টাকা কমান ৫,০০০ টাকা।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

জনাব কবির ২০২২ সালে ১ জানুয়ারি তারিখে নগদ ২০,০০০ টাকা এবং ৩০০০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসার শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনাদেন ছিলঃ

২০২২

জানু ২ ধারে পন্য ক্রয় ১৫০০০ টাকা

‘’ ৫ ২/১০, নীট/৩০ শর্তে বিক্রয় ২৪,০০০ টাকা।

‘’ ১২ ২ তারিখের ধারে ক্রয়কৃত দেনা পরিশোধ করা হলো

‘’ ১৪ ৫ তারিখে বিক্রয়কৃত অর্থ আদায় হলো।

‘’ ২০ কর্মচারীকে বেতন প্রদান ১২,০০০ টাকা।

‘’ ২৫ অফিস ভাড়া প্রদান ৬,০০০ টাকা।

‘’ ৩০ অফিসের জন্য নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ চিতি তৈরি কর।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

যমুনা ট্রেডার্সের হিসাব বই থেকে ২০২২ সালের নভেম্বর মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ নেওয়া হয়েছে:

২০২২

নভে. ১ আসাদের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা; বাট্টা ১০%, চালান নং-১০২।

"৫ নগদে পণ্য বিক্রয় ৭,০০০ টাকা।

‘’ ৮ আজাদের নিকট পণ্য বিক্রয় ২৮,০০০ টাকা; বাট্টা ৫%, চালান নং-১০৩।

‘’ ১২ আসাদের নিকট বিক্রয়কৃত অর্থ আদায় হলো।

‘’ ১৮ হাফিজের নিকট পণ্য বিক্রয় ৩৮,০০০ টাকা; চালান নং-১০৪।

‘’ ২৩ জাহিদের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা; চালান নং-১০৫।

‘’ ২৭ হাফিজের নিকট বিক্রয়কৃত অর্থ ৫% বাট্টায় আদায় হলো।

‘’ ৩০ আজাদের নিকট বিক্রয়কৃত অর্থ ১০% বাট্টায় অর্েক আদায় হলো।'

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show