1. সাফা ও মারওয়া দুই বান্ধবী শিক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিল। সাফা বলল, ন্যায়ের ওপর অবিচল থাকা ও চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। মারওয়া বলল, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখা, মানবতার বিকাশ সাধন এবং সুন্দর জীবনযাপনের জন্য মহানবি (সা.) বলেছেন, প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞান অর্জন করা ফরজ।
3. ফাইজা একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে প্রত্যেক বিষয়ে শিক্ষকের আলোচনা নোট করে । ইসলাম শিক্ষার খাতায় সে তিনটি পয়েন্ট নোট করেছে। সেগুলো হলো-
(i) ওহিভিত্তিক,(ii) কুরআন ও সুন্নাহভিত্তিক এবং (iii) রিসালাতের শিক্ষা
4. সাম্প্রতিক বঙ্গবাজার ও নিউ সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। যেখানে ব্যবসায়ীরা কয়েক হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে আগুন ছড়িয়ে পড়লে এক শ্রেণির অসাধু ও নীতিহীন লোকজন বিপদগ্রস্তদের সাহায্য না করে বরং বিভিন্ন দোকান থেকে লুটপাট করে মালামাল নিয়ে যায়, যা ব্যবসায়ীদের জন্য আরও বেশি বেদনার কারণ হয়ে দাঁড়ায়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তৌফিক মনে করে, ইসলামি মূল্যবোধের অনুপস্থিতেই বিপদগ্রস্তকে সাহায্য না করে কতিপয় অসাধু লুটপাটে অংশ নিয়েছে।