ICT ঢাকা কলেজ 2024

প্রশ্ন ·সময় ৩ ঘণ্টা ২০ মিনিট

1. নিম্নোক্ত নির্দেশনাগুলো দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

i)     কাজ শুরু

ii)    বর্ষ বা সাল ইনপুট দিতে হবে

iii)   বর্ষটি ৪০০ দ্বারা বিভাজ্য হলে (vi) নং ধাপে যেতে   হবে। [year MOD 400=0 সত্য কিনা যাচাই করতে হবে]

iv)   অন্যথায় বর্ষটি ১০০ দিয়ে বিভাজ্য নয় কিন্তু ৪ দিয়ে বিভাজ্য হলে (vi) নং ধাপে যেতে হবে। [year MOD 100!=0) AND (year MOD 4=0) সত্য কিনা তা যাচাই করতে হবে)

v)    হ্যাঁ: বর্ষটি লিপ ইয়ার নয়।

vi)   নাঃ বর্ষটি লিপ ইয়ার

vii)  কাজ শেষ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. জনাব মঞ্জুর তার কর্পোরেট অফিস কক্ষের জন্য কিছু কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও ফটোকপি মেশিন স্থাপন করেন যেখানে প্রত্যেকটা ডিভাইস পরস্পরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। কর্পোরেট অফিসের বাহিরে তার প্রতিষ্ঠানের আরও শাখা অফিস আছে। প্রতিষ্ঠানটি ভাড়ার বিনিময়ে myserver.com এ তাদের ডেটা সংরক্ষণ করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. জালাল, কমল এবং শিহাব তিন বন্ধু। জালাল টেস্ট পরীক্ষায় (1010110)2 নম্বর, কামাল (101010)2 নাম্বারের এবং শিহাব (65)8 নাম্বারের পেয়েছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ওরিয়েন্টেশ্ন ক্লাসে অধ্যক্ষ মহোদয় বললেন, “ নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। একজনের উপস্থিতি যেন অন্য কেউ দিতে না পারে তার জন্য বিশেষ যন্ত্র আছে। শুধু তাই নয়, ক্লাসে উপস্থিত না হলে অভিভাবক তা স্বয়ংক্রিয়ভাবে সাথে সাথে জেনে যাবেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. জাকির সাহেবের তিন ছেলে মেলায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চাইলে তিনি তার তিন ছেলেকে যথাক্রমে X, Y ও Z টাকা দিলেন। পরে তিনি সি প্রোগ্রামের সাহায্যে প্রদানকৃত টাকার গড় নির্ণয় করলেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show