1.
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থবাজারের ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংকটি আর্থিক বাজার থেকে পূর্বের তুলনায় অধিক পরিমাণে বেসরকারি বন্ড, সিকিউরিটিজ এবং বিভিন্ন দলিলপত্র ক্রয় করার সিদ্ধান্ত নেয়। এতে ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে সফলতা লাভ করে।
2.
রফিক মোল্লা একজন কৃষক। সংসারে অভাব লেগেই থাকে। ব্যাংক ব্যবস্থার সাথে তার কোনো সম্পর্ক নেই। একজন কৃষি কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিভিন্ন দিক সম্পর্কে তিনি জানতে পারেন। এখন তিনি এমন একটি তালিকাভুক্ত ব্যাংক খুঁজছেন যা তাকে একাধারে স্বল্প সুদে কৃষি উন্নয়নে ঋণ সহায়তা দিতে পারে এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্জয় আমানত হিসেবে উক্ত ব্যাংকে জমা রাখতে পারবেন।
3.
মি. বাবুল ও মি. কামালের মেঘনা ব্যাংকে হিসাব আছে। ব্যাংক তাদেরকে দুটি প্লাস্টিক কার্ড প্রদান করে। তারা বাজারে কেনাকাটা করতে যায়। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও প্লাস্টিক কার্ডের মাধ্যমে তারা কেনাকাটা করতে সক্ষম হন। এক্ষেত্রে মি. বাবুলের ব্যাংক হিসাবে টাকা থাকলেও মি. কামালের ব্যাংক হিসাবে টাকা ছিল না।
4.
মি. অর্নব 'রূপসা' নামক একটি ব্যাংকে হিসাব খুলে ব্যবসায়িক কার্যাদি সম্পন্ন করেন। ব্যাংকটি শুধু একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি মি. অর্নবের ব্যবসার পরিসর বেড়ে যাওয়ায় ব্যবসায়িক প্রয়োজনে তাকে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাথে লেনদেন সম্পাদন করতে হচ্ছে। এমতাবস্থায় 'রূপসা' নামক ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি 'আশা' নামক একটি ব্যাংকে হিসাব খুললেন যাতে দেশে-বিদেশে তাঁর সকল ব্যবসায়িক ব্যাংকিং সুবিধা পাওয়া যায়।
5.
মি. সাগর একটি গাড়ির মালিক। গাড়িটির মালিক গাড়িটির মূল্য ৪০ লক্ষ টাকা নির্ধারণ করে বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। মি. সাগর বিমাদাবি পেশ করেন। বিমা কোম্পানি দাবির যৌক্তিকতা বিবেচনা করে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেন। উদ্ধারকৃত গাড়ি বিমা কোম্পানি দাবি করায় মালিক তা হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পরে তা প্রদানে বাধ্য হন।