1.
লা-শাতেলিয়ার নীতিটি লিখ।
Ca2+ আয়ন শনাক্তকারী পরীক্ষাটি সমীকরণসহ লিখ।
i নং পাত্রের দ্রবণের pH নির্ণয় কর।
i ও ii পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য এসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণের pH এর কিরূপ পরিবর্তন ঘটবে – তা যুক্তিসহ ব্যাখ্যা কর।
2.
ইলেট্রন আসক্তি কাকে বলে?
সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা শক্তিাশালি কেন?
(i) নং বিক্রিয়ার ক্ষেত্রে KC এর রাশিমালা প্রতিপাদন কর।
(ii) নং বিক্রিয়ার তাপমাত্রাকে স্থির রেখে চাপ 1.0 atm করলে এর বিয়োজন মাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে- তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
3.
ভরক্রিয়া সূত্র কী?
দেখাও যে, উপস্তরে 14 টির বেশি ইলেকট্রন থাকতে পারে না।
i ও ii নং পত্রের মিশ্রিত দ্রবণের B3 আয়নের ঘনমাত্রা নির্ণয় কর।
উদ্দীপকে দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে কোনো অধঃক্ষেপ পাওয়া যাবে কিনা – তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
4.
ফুড লেকার কী?
NH4Cl অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে?
Y2X2 অণুতে অরবিটাল সংকরণ চিত্র সহ বর্ণনা কর।
X2Z এবং X3Z+ এর মাধ্যে সংকরণ একই হলেও এদের আকৃতি ও বন্ধন কোণ পাথ্যক্য রয়েছে- বক্তব্যটি যুক্তিসহ ব্যাখ্যা কর।
5.
বাফার দ্রবণ কাকে বলে?
আলমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন?
উদ্দীপক পরমাণুর ১ম কক্ষপথের ব্যাসাধ্য 0.5292 A এই কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় কর।
উ্দীপক পরমাণুর যে বর্ণালি সিরিজগুলো পাওয়া যায় তাদের ১ম তিনটির প্রকৃতি কেমন- তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।