3. বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল অঞ্চল হতে একদল পর্যটক বাংলাদেশে ভ্রমণ করতে আসলেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন। ভ্রমণকৃত সময়ে তারা দেখতে পেলেন, সিলেট অঞ্চলে পাহাড়ের একপাশে বৃষ্টিপাত হচ্ছে অথচ অপরপাশ বৃষ্টিহীন।
4. “টাইটানিক” জাহাজটি মহাসাগরের প্রবহমান স্রোতে ভেসে আসা বিশাল বরফ খণ্ডে ধাক্কা লাগায় প্রায় ৩৫০০ জন যাত্রীসহ 'S' আকৃতির মহাসাগরে ডুবে গেলে প্রায় ১৫০০ জনের মৃত্যু ঘটে। যা আজও বিশ্বে আলোচিত হয়।