1. পৃথিবীর জনপ্রিয় পানীয় হিসেবে পরিচিত শস্যটি বাংলাদেশের উত্তর- পূর্বাঞ্চলে সর্বাধিক উৎপাদিত হয়। অপরদিকে পৃথিবীর প্রধান খাদ্যশস্য বাংলাদেশে শীতকালীন ফসল হিসেবে সামানা উৎপাদিত হয়।
2. ওয়ারেন থমসন কর্তৃক প্রদত্ত জনসংখ্যার সাথে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত মডেলটি বেশ প্রচলিত। মডেলটির একটি ধাপে উন্নয়নশীল দেশসমূহ অবস্থিত আবার উন্নত ও অনুন্নত দেশগুলো ভিন্ন ভিন্ন ধাপে অবস্থিত।
শক্তি সম্পদ |
বৈশিষ্ট্য |
ক |
হলদে সবুজ হতে কালচে রঙের খনিজটি পার্ললিক শিলা স্তরে জমা হয়ে রাসায়নিক পরিবর্তনে সৃষ্টি হয়। |
খ |
কার্বনিফেরাস যুগে আদি বনভূমি চাপা পড়ে রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়েছে। |
4. বাংলাদেশের উত্তরবঙ্গে ঋতুভেদে বিভিন্ন ফসল উৎপাদিত হয়। তন্মধ্যে মৌসুমি অঞ্চলের দানাদার তৃণজাতীয় ফসল, আরেকটি বিশেষ ফসল হলো সরু কাণ্ড বিশিষ্ট বহু বর্ষজীবী ফসল।