1. আনিস, রাকেশ এবং গৌতম চাকমা তিনজনই কাতারের একটি কোম্পানিতে চাকরি করে। তাদের একজন মুসলমান, একজন হিন্দু এবং অন্যজন বৌদ্ধ। তাদের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বের সম্পর্ক । এছাড়া তারা একই বাসায় অবস্থান করে। তাদের এরূপ ভ্রাতৃত্বের বন্ধন দেখে আলতাফ সাহেব বিস্ময় প্রকাশ করলে আনিস বলে, আমরা সবাই হযরত আদম (আ) ও হাওয়া (আ)-এর সন্তান।
2. রফিক মিয়া একজন রিকশাচালক। একদিন এক যাত্রী তার ব্যাগটি রিকশায় রেখেই চালে যাচ্ছিল। রফিক মিয়া ঐ লোকটিকে ডেকে ব্যাগটি দিয়ে দিল। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ঘটনাটি জানালে তার স্ত্রী বললো, 'কী দরকার ছিল? ব্যাগটি বাড়িতে নিয়ে আসতে পারতা।' রফিক মিয়া উত্তরে বললো, হারাম খাওয়ার মধ্যে লাভের চেয়ে ক্ষতি বেশি।'
3. সাবিনা বিভিন্ন ফ্যামিলি বাসায় কাজের মহিলা হিসেবে কাজ করে। সে কোথাও কাজ করতে গেলে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে কাজটি সুন্দর ও সুচারুরূপে পালন করে এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন করে না। সে যথাসময়ে যায় এবং যথাসময়ে আসে, ঠিকঠাকভাবে কাজগুলো করে, কোনো ধরনের চুরি ইত্যাদি করে না, অন্যের বাসার জিনিষপত্রকে নিজের মতো করে হিফাজত করে, কখনো কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না।
4. রহিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় লোকসানের সম্মুখীন হলে বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসায় করতে থাকেন। তিনি মনে করেন, একদিন হয়তো লাভের মুখ দেখবেন তাতে লোকসান পুষিয়ে নেবেন। কিছুদিন পর রহিম সাহেবের ব্যবসায় প্রচুর লাভ হয় এবং তার অর্থনৈতিক উন্নতি হয়। রহিম সাহেবের ছোট ভাই করিম তার বড় ভাইয়ের ব্যবসায়িক উন্নতি উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন।
5. জনাব ফয়সাল একজন' কলেজ শিক্ষক। একদিন তিনি ক্লাসে কুরআন- হাদিসের আলোকে সম্পদের সর্বাধিক উৎপাদন, সুষ্ঠু বণ্টন ও ন্যায়সঙ্গত ভোগ বিশ্লেষণ, রাষ্ট্রীয় আয়ের উৎস সম্পর্কে আলোচনা করেন। কয়েকদিন তার আলোচনা শুনে এক ছাত্র তার কৃষক বাবাকে বলে যে, ফল ও ফসল সংগ্রহের সময় তার নির্দিষ্ট একটা অংশ দরিদ্রদের দিয়ে দিতে হয়। এরপর থেকে তার বাবা তাই করতেন।