1. রিমন বাবার সাথে মাছের বাজারে গিয়ে দেখল একজন মাছ ব্যবসায়ী তার ঝুড়িতে মাছ এবং বরফ স্তরে স্তরে সাজালেন। রিমন বাবাকে জিজ্ঞাসা করল, বাবা লোকটি কী কাজ করল? রিমনের বাবা বললেন, মাছ যাতে নষ্ট না হয় সেজন্য তিনি এই কাজটি করলেন। তিনি আরও জিজ্ঞাসা করলেন, 'তুমি কি জানো রিমন, মাছ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়েছে এবং রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে?'
2. দিনাজপুর জেলার সুন্দরবন' গ্রামের আকতার আলী একজন সচ্ছল কৃষক। তার বিভিন্ন ধরনের কাঠের ও ফলের বাগান রয়েছে। তিনি কাঠের গাছ পূর্ণবয়স্ক হওয়ার পূর্বে ছাঁটাই করেন এবং ফলের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতি বছর ফল সংগ্রহের পর গাছের পাতা ও রোগাক্রান্ত ডাল ছাঁটাই করেন। এর ফলে তার গাছের ফুল, ফল ধারণ ও ফলের গুণগত মান বৃদ্ধি পায়।
3. জমিলা বেগম একটি মুরগির খামার গড়ে তোলেন। হঠাৎ করে খামারের চারটি মুরগি মারা গেল। মৃত্যুর পূর্বে তারা চুনের মতো মলত্যাগ করেছিল। প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জমিলা বেগমকে দ্রুত রাসায়নিক ও জৈব প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পরামর্শ দিলেন, যাতে খামারের অন্য মুরগিগুলো নিরাপদ থাকে।
4. সুপ্রীম ছুটিতে মামার বাড়ি খুলনায় বেড়াতে যায়। তার ছোট মামা সেখানে খুব বড় একটি বন দেখাতে নিয়ে গেলেন। এতে সুপ্রীম অনেক আনন্দ পেলেন এবং অনেক কিছু শিখতে পারলেন।
5. নিচের চিত্রগুলো দেখে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
চিত্র: ক
চিত্র: খ