কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2024 CQ

প্রশ্ন ·সময় ৩ ঘণ্টা ২০ মিনিট

1. একটি নিবেশনের 4 এর সাপেক্ষ নির্ণীত প্রথম চারটি পরিঘাত যথাক্রমে- 1.10.20 ও 110।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. বাংলাদেশে কৃষি প্রধান দেশ। কৃষি নির্ভর বাংলাদেশে একজন কৃষি কর্মকর্তা দেশের উন্নয়নের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে গবেষনার ফলাফল প্রকাশ করেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. একটি সরকারি কলেজের 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন দেওয়া হলো : 

বছর 20-30 30-40 40-50 50-60 60-70 70-80
শিক্ষার্থীর সংখ্যা 3 6 13 20 6 2
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের ৫জন শিক্ষার্থীর বয়স যথাক্রমে 21, 22, 23, 20 এবং 19।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. জনাব সাজ্জাদ সাহেব একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন। কোম্পানীর বিগত সাত বছরের মুনাফার উপর ভিত্তি করে জনাব সাজ্জাদ মন্তব্য করলেন যে, আগামী ২০২৬ সালের মুনাফা হবে ২০ কোটি টাকা। মুনাফার পরিমান (কোটি টাকা) দেওয়া হলো :

বছর 2020 2021 2022 2023 2024
মানুফা (কোটি টাকায়) 10 12 14 16 18
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show