1. নদী ও পাহাড় পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নাভিরাম করার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈচিত্র্য এনেছে। মানুষের ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা সবকিছুতেই বৈচিত্র্য লক্ষ করা যায়, পেশায়ও রয়েছে ভিন্নতা। আর এসব কিছুই বাংলাদেশকে দিয়েছে বহুমাত্রিকতা।
2. দৃশ্যপট-ক: ছলিমপুর গ্রামের অধিকাংশ যে সম্প্রদায়ভুক্ত হিন্দু তাতে সবার বংশানুক্রমিক পেশা মাছ ধরা। সবাই সুখে-দুঃখে মিলেমিশে 'বসবাস করে।
দৃশ্যপট-খ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক ছাত্র চাঁদা সংগ্রহে পথশিশুদের শিক্ষা দেওয়ার জন্য 'পথকলি স্কুল' চালু করল। বই, খাতা ও টিফিনের ব্যবস্থা করল।
4. ঘটনা-১: সুমন টিকেট না কেটে ট্রেন ভ্রমণে বের হয়েছেন। টিটি টিকেট চেক করতে আসলে সুমন টিকেট দেখাতে ব্যর্থ হয়। ঘটনা-২: রাজন একজন ব্যবসায়ী। তিনি আয়কর ফাঁকি দেন। তাছাড়া ট্রেড মার্ক নকল ও জালিয়াতি করার কাজের সাথে যুক্ত ।
5. রাখালচন্দ্র একজন জেলে । বংশ পরম্পরায় তার পরিবার একই পেশায় কাজ করে আসছে। বিবাহ ও অন্যান্য সামাজিক সম্পর্ক তাদের একই জাতিবর্গের লোকজনের সঙ্গেই হয়। কিন্তু তার ছেলে শ্যামাপ্রসাদ একজন ব্রাহ্মণের মেয়েকে পছন্দ করে ও তাকে বিয়ে করতে চায় ।