যুক্তিবিদ্যা ১ম পত্র যশোর বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

১ম দৃষ্টান্ত → সকল ছাত্র হয় মেধাবী।

২য় দৃষ্টান্ত → কিছু ছাত্র হয় মেধাবী। 1

৩য় দৃষ্টান্ত → কিছু ছাত্র নয় মেধাবী।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

দৃশ্যকল্প-১: একজন লোক গোধূলী লগ্নে পথ চলার সময় পথের ওপর একটি দড়িকে সাপ মনে করে লাফিয়ে উঠল।

দৃশ্যকল্প-২: একজন রসায়নবিদ তার গবেষণাগারে নির্দিষ্ট অনুপাত হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস একসাথে মিশিয়ে তাতে বৈদ্যুতিক শক্তিপ্রবাহ করে পানি উৎপন্ন করলেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

দৃষ্টান্ত-১:কোনো পাখি নয় মানুষ

সকল মানুষ হয় দ্বিপদী

অতএব, কিছু দ্বিপদী জীব নয় পাখি ।

 

 

দৃষ্টান্ত-২:কোনো কাক নয় হলুদ ।

সকল কাক হয় পাখি ।

অতএব, কোনো পাখি নয় হলুদ ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

রাতুল তার ছোট ভাই সোহানকে বললো, “পাঠ্য বিষয় হিসেবে তুমি এমন বিষয় নির্বাচন করবে যে বিষয়ে রয়েছে নির্ধারিত ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য রয়েছে পর্যাপ্ত নিয়মকানুন ।" রাতুলের কথা শুনে মামুন বললো, “তুমি এমন বিষয় নির্বাচন কর যে বিষয় কর্ম সম্পাদনের কলাকৌশল শিক্ষা দেয় এবং তা বৈজ্ঞানিক জ্ঞানের ওপর নির্ভরশীল।"

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

রাকিব তার বন্ধু রাসেলকে বললো, “সকল রাজনীতিবিদ হন দেশপ্রেমিক।” রাকিবের কথা শুনে রাসেল বললো, “কোনো দুর্নীতিবাজ নয় দেশপ্রেমিক।” তাদের কথা শুনে মুশফিক বললো, “কিছু রাজনীতিবিদ হন দুর্নীতিবাজ।”

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show