ফিন্যান্স_ব্যাংকিং_ও_বীমা_দ্বিতীয়_পত্র-দিনাজপুর বোর্ড-২০১৬

প্রশ্ন ৪০·সময় ৪০ মিনিট
1. মি. A ডাচ্-বাংলা ব্যাংকে হিসাব খুলেছে। সেখানে অনলাইন ব্যাংকিং সুবিধা বিদ্যমান। ব্যাংক তাকে বিভিন্ন আধুনিক সেবা সুবিধা অফার করেছে। মি. A মনে করেন দেশের পুরানো ব্যাংকগুলো এক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছে। মি. A যে ব্যাংক হিসাব খুলেছেন সেটা কোন ধরনর ব্যাংক?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
2. মি. A বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি লক্ষ করছেন অর্থ বাজারে অর্থের যোগান বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। তাই বাজারে অর্থ সরবরাহ কীভাবে কমানো যায় এজন্য তিনি ব্যাংকের জি এম মি. B কে বললেন। মি. B গভর্নরকে বললেন, বাজারে অধিক অর্থ সরবরাহ সব সময় খারাপ না। গভর্নর সাহেব এতে সন্তুষ্ট হতে পারেন নি। মি. B কেন বলেছেন বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি সব সময় খারাপ নয়? i. এতে বিনিয়োগ বৃদ্ধি পায় ii. উৎপাদন বৃদ্ধি পায় iii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
3. বিনিময় বিলের মাধ্যমে-
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
4. মি. A প্রাইম ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার তহবিলের অর্থ বিভিন্নভাবে ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জনে সচেষ্ট হন। তিনি গ্রাহকদের রুচি চাহিদা বিবেচনা করে ব্যাংক আগাম প্রদান করেন। ব্যাংক তহবিলের কত ভাগ ব্যাংক আগাম খাতে ব্যবহার হয়?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
5. বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার কোন স্বার্থ থাকে?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show