ফিন্যান্স_ব্যাংকিং_ও_বীমা_দ্বিতীয়_পত্র-বরিশাল বোর্ড-২০১৬

প্রশ্ন ৪০·সময় ৪০ মিনিট
1. নৌ বিমায় একটি সম্পত্তির বিমাকৃত মূল্য ৫০,০০০ টাকা। ক্ষতির পরিমাণ ২০,০০০ টাকা। ক্ষতি সংঘটনকালে সম্পত্তির বাজার মূল্য ১,০০,০০০ টাকা হলে জাহাজটির সমন্বিত ক্ষতি কত হবে?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
2. বাংলাদেশে ফেডারেল ব্যাংক লি. একটি অতি পরিচিতি একটি প্রতিষ্ঠান। এ ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সরকারও ব্যাংকটিকে গুরুত্ব প্রদান করে। মূলধন গঠনে এ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ফেডারেল ব্যাংক বাংলাদেশে কোন ধরনের ব্যাংক?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
3. উপরের কোনটি বিশেষভাবে দাগকাটা চেক?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
4. পোশাক রপ্তানিকারক মি. কাইয়ুমের ব্যাংকে ৫০ লক্ষ টাকা জমা আছে। নতুন অর্ডারের জন্য টাকার প্রয়োজন হওয়ায় ব্যাংকের নিয়ম-কানুন অনুসরণ করে তিনি ব্যাংক থেকে ৮০ লক্ষ টাকা উত্তোলন করেন। এ ঋণ গ্রহণের ফলে বৃদ্ধি পাবে- i. প্রতিষ্ঠানের সুনাম ii. দেশের কর্মসংস্থান iii. বিনিময় হার
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
5. শাখা ব্যাংকের সুবিধা হচ্ছে- i. অধিক আমানত ii. অধিক ব্যয় iii. বেশি মুনাফা
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show