1.
অপ্রতিসম কার্বনের সংজ্ঞা দাও।
প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার একটি প্রাইমারী নির্দেশক তড়িৎদ্বার-ব্যাখ্যা কর।
উদ্দীপকের ২য় অংশ ব্যবহার করে নার্নষ্টের সমীকরণ কী রূপ হবে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ১ম অংশের (ii) নং পাত্রের দ্রবণের 50 ml পরিমাণ জারিত করতে (i) নং দ্রবণে কত আয়তন দরকার হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
2.
কাইরাল কার্বন কাকে বলে?
বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম কেন?
উদ্দীপকে Z যৌগ উৎপন্ন হওয়ার কৌশল বর্ণনা কর।
ইলেক্ট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে X ও Y যৌগের সক্রিয়তার তুলনা কর।
3.
কাইরাল কার্বন কী?
গ্যালভানিক কোষের অ্যানোড ঋণাত্মক হলেও তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড ধনাত্মক-ব্যাখ্যা কর।
উদ্দীপকে যৌগটির শনাক্তকরণ বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
উদ্দীপকে ও যৌগদ্বয়ের শতকরা পরিমাণ একই হবে কী? বিশ্লেষণ কর।
4. ১ম অংশঃ কার্বনযুক্ত অ্যালকিন
বয়েল তাপমাত্রার সংজ্ঞা দাও।
ফিডেল্ক্রাফট বিক্রিয়ায় অনার্দ্র AlCl3 এর ভূমিকা ব্যাখ্যা দাও।
উদ্দীপকের ২য় অংশ থেকে D যৌগ গঠনের কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপকের বর্ণনা থেকে A ও B ব্যবহার করে 'M' যৌগ নির্ণয় পদ্ধতি বিশ্লেষণ কর।
5.
(i) A2++2e−→A;E0=−0.44vA^{2+}+2 e^{-} \rightarrow A ; \quad E^0=-0.44 vA2++2e−→A;E0=−0.44v(ii) B2++2e−→B;E0=−0.25vB^{2+}+2 e^{-} \rightarrow B ; \quad E^0=-0.25 vB2++2e−→B;E0=−0.25v(iii) D2++2e−→D;E0=−2.3vD^{2+}+2 e^{-} \rightarrow D ; \quad E^0=-2.3 vD2++2e−→D;E0=−2.3v
লুকাস বিকারক কি?
-NO2 মূলককে অসক্রিয়কারী মূলক বলা হয় কেন?
উদ্দীপকে (ii) ও (iii) নং অর্ধকোষ ব্যবহার করে গঠিত পূর্ণাঙ্গ কোষের কোষ বিভব নির্ণয় কর।
উদ্দীপকের (iii) নং এ D2+ আয়নের দ্রবণকে (i) নং এর A ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।