1. (i) CaC2+H2O→A+Ca(OH)2 \mathrm{CaC}_{2}+\mathrm{H}_{2} \mathrm{O} \rightarrow \mathrm{A}+\mathrm{Ca}(\mathrm{OH})_{2} CaC2+H2O→A+Ca(OH)2 (ii) CH3CH2X+KOH( \mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{X}+\mathrm{KOH}( CH3CH2X+KOH( alc )→B+KX+H2O ) \rightarrow \mathrm{B}+\mathrm{KX}+\mathrm{H}_{2} \mathrm{O} )→B+KX+H2O
(iii) CH3COONa→ heat Soda lime C+Na2CO3 \mathrm{CH}_{3} \mathrm{COONa} \xrightarrow[\text { heat }]{\text { Soda lime }} \mathrm{C}+\mathrm{Na}_{2} \mathrm{CO}_{3} CH3COONa Soda lime heat C+Na2CO3
56 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যান্ডর ওয়ালস্ সমীকরণটি লিখ।
Fe2O3Fe_2O_3Fe2O3 এর অম্লত্ব কত এবং কীভাবে?
A, B ও C এর মধ্যে পৃথকভাবে ক্ষারীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করলে কী ঘটে- তা সমীকরণের সাহায্যে দেখাও।
A, B ও C এর মিশ্রণ হতে উপাদানসমূহকে কিভাবে পৃথক করবে- তা যুক্তিসহ দেখাও।
2. A+CH˙3MgI→H+/H2OX(1∘)B+CH3MgI→H+/H2OY(2∘)C+CH3MgI→H+/H2OZ(3∘) \begin{array}{l}\mathrm{A}+\dot{\mathrm{CH}}_{3} \mathrm{MgI} \xrightarrow{\mathrm{H}^{+} / \mathrm{H}_{2} \mathrm{O}} \mathrm{X}\left(1^{\circ}\right) \\ \mathrm{B}+\mathrm{CH}_{3} \mathrm{MgI} \xrightarrow{\mathrm{H}^{+} / \mathrm{H}_{2} \mathrm{O}} Y\left(2^{\circ}\right) \\ \mathrm{C}+\mathrm{CH}_{3} \mathrm{MgI} \xrightarrow{\mathrm{H}^{+} / \mathrm{H}_{2} \mathrm{O}} \mathrm{Z}\left(3^{\circ}\right)\end{array} A+CH˙3MgIH+/H2OX(1∘)B+CH3MgIH+/H2OY(2∘)C+CH3MgIH+/H2OZ(3∘)
পরমশূন্য তাপমাত্রা কী?
তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহৃত হয় কেন?
X, Y ও Z এর মধ্যে পার্থক্যসূচক একটি বিক্রিয়া সমীকরণসহ লিখ।
কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে A, B ও C এর সক্রিয়তার সঠিক ক্রম উপযুক্ত যুক্তিসহ ব্যাখ্যা করো।
3.
TNT এর গাঠনিক সংকেত লিখ।
কার্বনিল মূলক সনাক্তকারী পরীক্ষাটি সমীকরণসহ লিখ।
B gas এর CRMSC_{RMS}CRMS বেগ নির্ণয় করো।
একই চাপে উদ্দীপক নলের দুই প্রান্ত দিয়ে A ও B গ্যাস চালনা করলে তারা কোথায় মিলিত হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
4.
রেকটিফাইড স্পিরিট কী?
উদ্দীপকের 25ml. দ্রবণকে টাইট্রেশন করতে 27.8 cm³ 0.25M KMnO, দ্রবণ প্রয়োজন হলে আকরিকে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপক দ্রবণের সাথে KMnO4KMnO_4KMnO4 এর বিক্রিয়া একটি জারণ-বিজারণ বিক্রিয়া- তা আয়ন ইলেক্ট্রন পদ্ধতিতে ব্যাখ্যা করো।
5. CH3−OH[O]K2Cr2O7+H2SO4 A→[O]B \mathrm{CH}_{3}-\mathrm{OH} \frac{[\mathrm{O}]}{\mathrm{K}_{2} \mathrm{Cr}_{2} \mathrm{O}_{7}+\mathrm{H}_{2} \mathrm{SO}_{4}} \mathrm{~A} \xrightarrow{[\mathrm{O}]} \mathrm{B} CH3−OHK2Cr2O7+H2SO4[O] A[O]B
CH3−CON(OH)CH3 \mathrm{CH}_{3}-\mathrm{CON}(\mathrm{OH}) \mathrm{CH}_{3} CH3−CON(OH)CH3 এর নাম কী?
NaOH একটি সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ কেন?
A যৌগটি ক্যানিজারো না অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটি দিবে তা যুক্তিসহ লিখ।
ও যৌগটি অল্যাডিহাইড ও এসিড উভয়রূপে ক্রিয়া করে- যুক্তিসহ উক্তিটি ব্যাখ্যা করো।