1.
ঘনীভবন পলিমার কাকে বলে ?
NaCl(aq) তড়িৎ বিশ্লেষ্য কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক অনুসারে ‘X' যৌগের আণবিক সংকেত নির্ণয় কর।
'B' ও 'Z' যৌগের কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ার সক্রিয়তা একই হবে কি ? বিশ্লেষণ কর।
2.
ন্যানো কণা কাকে বলে?
HSO4− \mathrm{HSO}_{4}^{-} HSO4− অনুবন্ধী ক্ষারক কী? ব্যাখ্যা করো।
পাত্র-১ এর গ্যাসের অণুসংখ্যা নির্ণয় করো।
স্টপ কক খোলা অবস্থায় পাত্র-১ ও পাত্র-২ হতে পাত্র-৩ এ কোন গ্যাসটি আগে পৌঁছাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
3.
বিয়ার- ল্যাম্বার্ট এর সূত্রটি লেখ।
রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় কি? ব্যাখ্যা কর।
3 নং শিল্পের উপাদান হতে লোহা উৎপাদন বর্ণনা কর।
পরিবেশ দূষণে ১ ও ২নং শিল্পের মধ্যে কোনটি ভূমিকা বেশি? বিশ্লেষণ কর।
4.
ফ্যারাডের প্রথম সূত্রটি লেখ।
সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন ?
'A' হতে কিভাবে একটি অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করবে? বর্ণনা দাও।
'A' ও 'B' এর মধ্যে কোনটি অধিক অম্লীয়? বিশ্লষণ কর।
5. (i) Fe2++MnO4−+H+⟶Fe3++Mn2++H2O \mathrm{Fe}^{2+}+\mathrm{MnO}_{4}^{-}+\mathrm{H}^{+} \longrightarrow \mathrm{Fe}^{3+}+\mathrm{Mn}^{2+}+\mathrm{H}_{2} \mathrm{O} Fe2++MnO4−+H+⟶Fe3++Mn2++H2O
(ii) I2+S2O32−⟶S4O62−+I− \mathrm{I}_{2}+\mathrm{S}_{2} \mathrm{O}_{3}^{2-} \longrightarrow \mathrm{S}_{4} \mathrm{O}_{6}^{2-}+\mathrm{I}^{-} I2+S2O32−⟶S4O62−+I−
(iii) HCOOH+Na2CO3⟶HCOONa+H2O+CO2 \mathrm{HCOOH}+\mathrm{Na}_{2} \mathrm{CO}_{3} \longrightarrow \mathrm{HCOONa}+\mathrm{H}_{2} \mathrm{O}+\mathrm{CO}_{2} HCOOH+Na2CO3⟶HCOONa+H2O+CO2
ETP কাকে বলে?
লেদার ট্যানিং-এ NaCl ব্যবহার করা হয় কেন?
(i) নং বিক্রিয়ায় জারক ও বিজারক পদার্থ চিহ্নিত করে কারণ বর্ণনা করো।
(ii) ও (iii) নং বিক্রিয়া একই ধরনের কি? বিশ্লেষণ করো।