উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র চট্টগ্রাম বোর্ড ২০১৭

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. ‘আফরিন গার্মেন্টস' হলো গাজীপুরে প্রতিষ্ঠিত একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কিছুদিন আগে এটি বিদেশি ক্রেতার কাছে থেকে একটি বড় অর্ডার পায়। অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করার পর ত্রুটি চিহ্নিত হওয়ায় অনেক পণ্য বাতিল করে নতুন করে উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের লোকসান বহন করতে হয়।

Ctg.B 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ২০১৬ সালে 'ক' দেশের জাতীয় আয়ের পরিমাণ ছিল ৬৫,০০০ কোটি মার্কিন ডলার এবং মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি। উত্ত বছরে দেশের মোট ভোগ ব্যয় ১৫,০০০ কোটি মার্কিন ডলার, মোট বিনিয়োগ ১২,০০০ কোটি মার্কিন ডলার এবং সরকারি ব্যয় ৩,৫০০ কোটি মার্কিন ডলার। উল্লেখ যে, ২০১৫ সালে দেশটির মাথাপিছু আয় ছিল ৩,০০০ মার্কিন ডলার।

Ctg.B 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মি. বিপ্লব ৬৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ৫০ জন কর্মী নিয়ে নরসিংদীতে 'বুটিক হাউজ' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। শুরুর দিকে তেমন লাভজনক না হলেও অভিজ্ঞতা বাড়ার সাথে তার ব্যবসায়ে লাভের পরিমাণ বাড়তে থাকে। ব্যবসায়ের সফলতা দেখে একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ৫৫ কোটি টাকা বিনিয়োগ করে আরও ২৫০ জন শ্রমিক নিয়োগ দিয়ে তিনি একটি 'স্পিনিং মিল' প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।

Ctg.B 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. টাঙ্গাইল জেলা শহরে অনেক মানুষের বসবাস। শহরের মানুষের দৈনন্দিন কাঁচাবাজার ও অন্যান্য ভোগ্যপণ্যের কথা বিবেচনা করে জনাব রেজা শহরের প্রাণকেন্দ্রে 'আনন্দ বাজার' নামে একটি সুপারশপ গড়ে তোলেন। শহরে বসবাসরত অসংখ্য পরিবার এইস সুপারশপ থেকে তাদের নিত্যদিনের কাঁচাবাজার ও অন্যান্য ভোগ্যপণ্য ন্যায্যমূল্যে কিনতে পারছে।

Ctg.B 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. চাঁদ ক্রোকারিজ-এ বর্তমানে স্থির ব্যয় ও মজুরির মাধ্যমে ৪০ লক্ষ টাকার পণ্য উৎপাদন করা সম্ভব। জুন মাসে প্রতিষ্ঠানটি ৩০ লক্ষ টাকার ক্রোকারিজ তৈরি করে। উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচ নিম্নরূপ: কাঁচামাল ৬ লক্ষ টাকা, বেতন ও মজুরি ৩ লক্ষ টাকা, অন্যান্য ১ লক্ষ টাকা ।

Ctg.B 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show