সমাজকর্ম ২য় পত্র-সমন্বিত বোর্ড (ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম,সিলেট, বরিশাল)-২০২২

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবদরদি জনাব চৌধুরী একটি সাহায্য সংস্থা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সংস্থাটি 'দারিদ্র্য' দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়ন' এই স্লোগানকে ধারণ করে স্বাবলম্বী নীতিকে মিশন করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসেবাসহ দুস্থ-অসহায়দের মাঝে। ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। এর ফলে এটি সামাজিক বৈষম্য দূরীকরণে প্রচেষ্টারত দেশের বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

MB, RB, Din.B, Ctg.B, SB, BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. জনি নগদ ২ লক্ষ টাকা নিয়ে মনিকে বিয়ে করে। ৬ মাস ১. পর ব্যবসা করার উদ্দেশ্যে জনি শ্বশুরের কাছে ৩ লক্ষ টাকা দাবি। করে। মনির বাবা এতে হার্ট এটাকে মারা যায় এবং মনি নির্যাতনের শিকার হয়।

MB, RB, Din.B, Ctg.B, SB, BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. ঘূর্ণিঝড় আইলা'র আঘাতে বাগেরহাট জেলার কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। ফলে গ্রামবাসী মানবেতর জীবনযাপন করতে থাকে। তাদের করুণ অবস্থা অবলোকন করে 'সূর্যের হাসি' নামক সংস্থা এগিয়ে আসে। সংস্থাটি সমাজের যুবকদের নিয়ে বহুবিধ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। যেমন: ত্রাণ বিতরণ, ঔষধ সরবরাহ, খাদ্য-বস্ত্র প্রদান, আহতদের চিকিৎসা, মৃতদেহ সৎকার, বাসগৃহ নির্মাণ প্রভৃতি। ফলে সমাজের মানুষ অনেকটা স্বস্তি ফিরে পায়।

MB, RB, Din.B, Ctg.B, SB, BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. গ্রামের মেয়ে শিমু সেলাই প্রশিক্ষণ নিয়ে সরকারি কর্মসূচির ভাওতায় সুদমুক্ত ঋণে সেলাই মেশিন ক্রয় করেছে। বাড়িতে বসে জামাকাপড় তৈরি করে সে বিভিন্ন দোকানে এগুলো সরবরাহ করে। এর মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. তাজরিন ফ্যাশনে শ্রমিক ধর্মঘটের কারণে কাজ বন্ধ। আছে। শ্রমিকদের অন্যতম দাবি হচ্ছে বোনাস ও কর্মপরিবেশ উন্নয়ন। এ পরিস্থিতির অবসানে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা মালিক ও শ্রমিক পক্ষের সাথে বিস্তারিত আলোচনা করে উভয়ের মাঝে বিরোধ নিষ্পত্তি করেন। এভাবে কাজের সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠে।

MB, RB, Din.B, Ctg.B, SB, BB 22
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show